মুম্বই: দ্বিতীয়বার বাবা হয়েছেন অভিনেতা ফারদিন খান। তাঁর স্ত্রী নাতাশা বৃহস্পতিবার পুত্রের জন্ম দিয়েছেন। ফারদিন জানিয়েছেন, ছোট ছেলের নাম রাখছেন আজারিয়াস ফারদিন খান।


আর এবার টুইটারে ছেলের ছবি পোস্ট করলেন তিনি।



২০০৫-এ বিয়ে করেন ফারদিন-নাতাশা। ২০১৩-য় জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান, দিয়ানি ইসাবেলা খান।