কলকাতা: জল্পনা শোনা গিয়েছিল আগেই, এবার তাতে পড়ল সিলমোহর। কলকাতায় (Kolkata) আসছেন বলিউড তারকা সলমন খান (Salman Khan)। আর কলকাতায় এসেই পৌঁছবেন কালীঘাটে (Kalighat), দেখা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে। এদিন ট্যুইট করে এই খবর দিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।


কলকাতায় আসছে ভাইজান, সাক্ষাৎ সারবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে


দেশজুড়ে আপাতত 'দাবাং ট্যুর' সারছেন সলমন খান। আগামী ১৩ মে, শনিবার তাঁর পৌঁছনোর কথা কলকাতায়। অনুষ্ঠান সারার কথা এখানে। তবে শোনা যাচ্ছে শহরে পৌঁছে তিনি আগে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এর আগেই কনসার্টের ব্যাপারে নিশ্চিত করেছিলেন তিনি, তবে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের ব্যাপারে এতদিনে নিশ্চিত হওয়া গেল। 


কুণাল ঘোষ এদিন ট্যুইট করে লেখেন, '১৩.৫.২৩ তারিখে কলকাতায় অভিনেতা সলমন খান যাবেন মুখ্যমন্ত্রী বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে। তারপর তিনি ইস্টবেঙ্গল মাঠে মেগা অনুষ্ঠানে পারফর্ম করবেন।' প্রসঙ্গত, অভিনেতা জানিয়েছিলেন তিনি ইস্টবেঙ্গল মাঠে ১৩ তারিখ অনুষ্ঠান করবেন। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। একের পর এক নাচের গান ও মনোরঞ্জক অনুষ্ঠানের অপেক্ষায় অনুরাগীরা। 


 






অন্যদিকে, সম্প্রতি অভিনেতা সলমন খানকে হুমকিমূলক ইমেল পাঠানোর অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে লুকআউট সার্কুলার (LOC) জারি করেছে মুম্বই পুলিশ। রিপোর্ট অনুযায়ী, সন্দেহভাজন হরিয়ানার মেডিকেলের তৃতীয় বর্ষের ছাত্র, যিনি যুক্তরাজ্যে অধ্যয়নরত। ওই ব্যক্তি মার্চ মাসে গ্যাংস্টার গোল্ডি ব্রারের নামে অভিনেতাকে হুমকিমূলক ইমেল পাঠিয়েছিলেন বলে অভিযোগ।


আরও পড়ুন: Water in Earthen Pot: গরমকালে জল ঠান্ডা রাখতে ফ্রিজকেও হার মানাবে মাটির কুঁজো! কেন ঠান্ডা থাকে জল?


মার্চে, সলমন খানকে গ্যাংস্টার গোল্ডি ব্রার নামে মেইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।সূত্রের খবর অনুযায়ী, পুলিশ এই ইমেল এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের মধ্যে কোনও সংযোগের কথাও অস্বীকার করেছিল। সম্প্রতি একটি শোয়ে এসে সলমন খান বলেছিলেন, 'আমার পক্ষে এখন রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয়। তার চেয়েও বড় কথা, এখন আমার এই সমস্যা হচ্ছে যে, আমি যখন ট্রাফিকের মধ্যে থাকি, তখন সেখানে এত নিরাপত্তা নিয়ে চলাফেরা করা সম্ভব নয়।  আমার নিরাপত্তা অন্যদের অসুবিধার সৃষ্টি করে। ফলে আমাকে খুব সাবধানে থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে।'