মুম্বই : মঙ্গলবার ফিল্ম কেরিয়ারে ৩০ বছর পূর্ণ করলেন অভিনেত্রী তব্বু। আপনি হয়তো ভাবছেন, তব্বুর প্রথম ছবি তো 'বিজয়পথ'। যে ছবিতে তব্বুর বিপরীতে অভিনয় করেছিলেন অজয় দেবগন। সেই ছবি তো ১৯৯১-তে মুক্তি পায়নি। তাহলে? হ্যাঁ, এখানেই ভুলটা হচ্ছে। অনেকেই জানেন না, তব্বু বলিউডে আত্মপ্রকাশ করার আগে দক্ষিণের ছবিতে অভিনয় করেছিলেন। তাঁর প্রথম ছবি ছিল তেলেগুতে। আর সেই ছবির নাম ছিল 'কুলি নাম্বার ওয়ান'। আর ওই ছবিতে তব্বুর বিপরীতে অভিনয় করেছিলেন তেলেগু ছবির সুপারস্টার ভেঙ্কটেশ।


নিজের কেরিয়ারের ৩০ বছর পূর্তি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি আগেবঘন পোস্ট করেছেন অভিনেত্রী তব্বু। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, 'আমার কুলি নম্বর ওয়ার ছবির ৩০ বছর পূর্ণ হয়ে গেল। ভাবতেই অবাক লাগছে। শুধু অবাক হচ্ছি বলা ভুল হবে। বেশ খানিকটা গর্বিতও লাগছে বইকি। সঙ্গে রয়েছে টুকরো টুকরো আবেগের নানা অনুভূতি। আর অবশ্যই আছে অনেকের প্রতি আমার কৃতজ্ঞতা।' শুধু এখানেই থেমে না গিয়ে তব্বু আরও লিখেছেন, 'সবার আগে আমি ধন্যবাদ দিতে চাইবো রামা নাইডু স্যরকে। সুরেশ নাইডু এবং ভেঙ্কটেশ নাইডুকেও। তাঁরাই আমায় জীবনের প্রথম ছবিতে কাজ করার সুযোগ দিয়েছিলেন। আর কুলি নম্বর ওয়ান আমার কাছে মোটেই শুধু প্রথম সুযোগ ছিল না। আজ প্রমাণিত যে, আমার ৩০ বছরের ফিল্ম কেরিয়ারকে শক্ত ভীতের উপর দাঁড় করিয়ে দিয়েছিল, ওই একটা সুযোগই।' আমি তাই সবসময় তেলেগুতে 'পাপ্পা' (তেলেগুতে ছোট্ট মেয়ে)। আমার গুরুদেব কে রাঘবেন্দ্র রাওয়ের স্বপ্ন ছিল পর্দায় আমাকে দুর্দান্তভাবে উপস্থাপনা করা। তাঁর কাছেই আমি শিখেছি, কীভাবে ভাল অভিনয় করা যায়। পর্দায় আরও সাবলীল থাকা যায়। আর জীবনটাকে কীভাবে উপভোগ করতে হয়। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার গুরুদেবের প্রতি। আরও একটা কথা না বললে অনুচিত হবে। তা হলো, আমার এই ৩০ বছরের জার্নিতে যাঁরাই আমার পাশে থেকেছেন, তাঁদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।'


তব্বুর এমন আবেগঘন পোস্ট দেখে তাঁর সহঅভিনেতা আয়ুষ্মান খুরানা কমেন্ট করেছেন 'ওয়াও' বলে। মুক্তি মোহন লিখে জানিয়েছেন, তব্বুই তাঁর জীবনের প্রেরণা। এমনই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে তব্বুর ওই পোস্টে। প্রসঙ্গত, ১৯৯১-তে 'কুলি নম্বর ওয়ান' রিলিজের পর তব্বুকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 'চাঁদনি বার' থেকে 'বিরাসত'। 'অস্তিভ' থেকে 'মকবুল'। 'হায়দর' কিংবা 'দৃশ্যম' অথবা 'জয় হো'। একের পর এক ছবিতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছেন তব্বু। এখন তব্বুর ভক্তরা অধীর অপেক্ষায় রয়েছেন তাঁর পরবর্তী ছবির জন্য।