মুম্বই: পুরোদস্তুর বাণিজ্যিক ছবিতে সাফল্য পেতে শুরু করেছেন। সেই আবহেই বিতর্কে জড়িয়ে পড়লেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ছ'বছর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ব্যাঙ্গধর্মী কার্টুন পোস্ট করেছিলেন তিনি। সেই নিয়ে বিক্রান্তের সঙ্গে নিজের কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আইনজীবী আশুতোষ দুবে, তাতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ ধেয়ে আসতে শুরু করে অভিনেতাকে লক্ষ্য করে। বিতর্কের মুখে পড়ে ক্ষমা চেয়ে নিলেন বিক্রান্ত। (Vikrant Massey)
২০১৮ সালে মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ একটি কার্টুন পোস্ট করেন বিক্রান্ত। সেই সময় জম্মু ও কাশ্মীরে এক নাবালিকার ধর্ষণ এবং উন্নাও ধর্ষণকাণ্ড ঘিরে উত্তাল গোটা দেশ। ওই প্রেক্ষাপটে যে কার্টুন পোস্ট করেন বিক্রান্ত, তাতে রাম ও সীতার ছবি আঁকা ছিল। সংবাদপত্র হাতে নিয়ে বসে থাকা সীতা এবং রামের মধ্যেকার কথোপকথন ফুটিয়ে তোলা হয়, যাতে সীতা রামকে বলছেন, 'ভাগ্য ভাল রাবণ আমাকে অপহরণ করেছিল, তোমার ভক্তরা নয়'। (Vikrant Massey Cartoon Controversy)
নাবালিকা ধর্ষণের প্রেক্ষাপটে কার্টুনটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় সেই সময় নিজের মতামতও তুলে ধরেছিলেন বিক্রান্ত। তাঁর বক্তব্য ছিল, ‘আধসেদ্ধ আলু এবং আধপোড়া জাতীয়তাবাদ শুধুমাত্র পেটের যন্ত্রণাই বাড়িয়ে তোলে। #kathuaCase #Unnao #Shame’। সেই সময়ও ওই পোস্ট নিয়ে বিতর্ক হয়। ছ'বছর পর সেই পোস্ট ঘিরে আবাও বিতর্ক শুরু হয়েছে নতুন করে। পোস্টটি মুছে দিয়েছেন বিক্রান্ত।
ঘটনাচক্রে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের পরিবার নিয়ে খোলামেলা আলোচনা করেন বিক্রান্ত। জানান, তাঁর বাবা ধর্মপ্রাম খ্রিস্টান, মা শিখ। দাদা কিশোর বয়সেই ইসলাম গ্রহণ করেন। অর্থাৎ সবধর্মের সংস্রবেই বেড়ে উঠেছেন তিনি। বিক্রান্তের ওই সাক্ষাৎকারটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর সেই আবহেই পুরনো পোস্টটি ফিরে এসেছে। মুম্বইয়ের আইনজীবী বিষয়টি নিয়ে বিক্রান্তের সঙ্গে নিজের কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যেখানে বিক্রান্ত হিন্দুদের আবেগকে আঘাত করেছেন বলে অভিযোগ করেন তিনি। যদিও বিক্রান্ত দাবি করেন, কাউকে আঘাত করতে ওই পোস্ট করেননি তিনি। বিষয়টিকে তিল থেকে তাল করা হচ্ছে।
দু'জনের সেই কথোপকথনের স্ক্রিনশটও ভাইরাল হয়ে গিয়েছে, তাতে নিজে বিবৃতি দেন বিক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় লেখেন, '২০১৮ সালে আমার লেখা পোস্ট নিয়ে কিছু কথা বলতে চাই: কাউকে আঘাত করা বা হিন্দুদের অসম্মান করা উদ্দেশ্য ছিল না আমার। কিন্তু ব্যঙ্গধর্মী ওই পোস্টটি রুচিসম্মত ছিল না বলেও বুঝতে পারছি। কার্টুনটি না দিয়েও পোস্টটি করা যেত, যা কিনা একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। আমার পোস্টে যাঁরা আহত হয়েছেন, সকলের কাছে ক্ষমা চাইছি। আপনারা জানেন, সব ধর্ম, সব বিশ্বাসকে সম্মান করি আমি। ভুল থেকেই শিক্ষা নেয় মানুষ। আমারও ভুল ছিল। ভালবাসা নেবেন'।
বিক্রান্ত যদিও ক্ষমা চেয়েছেন, কিন্তু তাঁর পোস্টে অবমাননাকর কিছু ছিল না বলে মনে করছেন অভিনেতার অনুরাগীরা। তাই বিক্রমের পাশেই দাঁড়িয়েছেন তাঁরা।