নয়াদিল্লি: অবশেষে ১০০ কোটির গণ্ডি পার। অজয় দেবগণ (Ajay Devgn) ও তব্বু (Tabu) অভিনীত 'ভোলা' (Bholaa) ছুঁল নতুন মাইলফলক। বিশ্বজুড়ে ১০০ কোটির ( Rs. 100 crore club) ব্যবসা করল এই ছবি। ১৭ দিন লাগল ছবির এই গণ্ডি পার হতে।
১০০ কোটির গণ্ডি পার 'ভোলা'র
১৭ দিনের চেষ্টার পর সাফল্য। প্রেক্ষাগৃহে 'ভোলা' মুক্তির ১৭ দিন পর এই ছবির ব্যবসা বিশ্ববাজারে ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গেল। তবে এত বড় বাজেটের একটি ছবির ক্ষেত্রে ১০০ কোটির ব্যবসা করতে এত দিন সময় লাগার কথা নয়। অজয় দেবগণের পরিচালিত এই ছবি। তবে তাঁর অভিনীত শেষ ছবি 'দৃশ্যম ২' শেষ বছরে বেশ ভালই ব্যবসা করে এবং ১০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলে অনায়াসেই।
'ভোলা' মুক্তির তৃতীয় সপ্তাহে রয়েছে এবং ঘরের মাটিতে এই ছবি ৮০ কোটির ব্যবসা করেছে। বিশ্বজুড়ে এই ছবি এখনও পর্যন্ত মোট ১১৫ কোটি টাকার ব্যবসা করেছে। গত ৩০ মার্চ মুক্তি পেয়েছে 'ভোলা'।
মহা শিবরাত্রির আবহে মুক্তি পায় 'ভোলা'। শুরুতে ভালই ব্যবসা করে ছবিটি। তবে প্রথম কয়েকদিন পরেই, বক্স অফিসে ধীরে ধীরে ব্যবসার পরিমাণ কমতে থাকে ছবির এবং ১০০ কোটির ক্লাবে পৌঁছতে ফলস্বরূপ বেশি সময় লাগে।
আপাতত ২০২৩ সালের নিরিখে 'ভোলা' তৃতীয় সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবি। প্রথম স্থানে রয়েছে 'পাঠান' ও দ্বিতীয় স্থানে 'তু ঝুঠি ম্যায় মক্কার'। এছাড়া 'শেহজাদা', 'সেলফি' বা 'গুমরাহ', কোনও ছবিই বিশেষ সাফল্য লাভ করতে পারেনি।
অন্যদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে প্যান ইন্ডিয়া ছবি 'শকুন্তলম'। এছাড়া মুক্তির অপেক্ষায় সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান'। মনে করা হচ্ছে এই দুই ছবির ফলে ফের নিম্নমুখী হতে পারে 'ভোলা'র আয়।
লোকেশ কনগরাজের লেখা ও পরিচালিত তামিল হিট ছবি 'কৈথি'র হিন্দি রিমেক 'ভোলা'। হিন্দি ছবির পরিচালক অজয় স্বয়ং। তব্বু, দীপক ডোব্রিয়াল, সঞ্জয় মিশ্র, বিনীত কুমার, গজরাজ রাও অভিনীত এই ছবি। এমনিতে সিনেমায় অজয় দেবগণ ও তব্বু একসঙ্গে থাকলে দর্শকের আশার পারদ চড়তে থাকে। সৌজন্য অবশ্যই তাঁদের 'দৃশ্যম' ও 'দৃশ্যম ২'। এবার সেই তালিকায় জুড়ল 'ভোলা'ও। মাল্টি স্টারার এই ছবি অ্যাকশনে ভরপুর হবে তা টিজার ট্রেলারেই ছিল স্পষ্ট। এই ছবি এক অকুতোভয় বাবার গল্প বলে যে তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য যা খুশি করতে পারে। ড্রাগ মাফিয়া, দুর্নীতিগ্রস্ত ফোর্স ইত্যাদি ভোলাকে আটকানোর বহু চেষ্টা করলেও সে নিজে একজন যোদ্ধা।