উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: কাজ করছে না বাতানুকুল যন্ত্র (Air Conditionar)। নাটক চলাকালীন গরমে অসুস্থ হয়ে পড়ছেন দর্শক (audiance)। এমনকী 'অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' (Academy of Fine Arts) কর্তৃপক্ষকে বার বার জানিয়েও কোনও ফল হয়নি বলে উঠল অভিযোগ। 'অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত অ্যাকাডেমি', সরব নাট্যব্যক্তিত্বরা। 'এসি ঠিক আছে', অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি কর্তৃপক্ষের।


বিতর্কে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস


কলকাতার পারদ চল্লিশ ছুঁইছুঁই। সূর্যের দারুণ দহনে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে শহরে প্রেক্ষাগৃহে নাটক দেখতে গিয়েও নাকি শান্তি নেই। এসি ঠিক মতো কাজ না করায় দর্শক অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ।


অভিযোগ, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এর এসি নাকি দীর্ঘদিন ধরে খারাপ। হলের মধ্যে গরমে অসুস্থ হয়ে পড়ছেন দর্শক। এক দর্শকের কথায়, 'এখানে নাটক দেখা যায় না। দর্শক অসুস্থ হয়ে পড়ছে। গতকাল অনেকে অসুস্থ হয়েছে আজকেও হয়েছে।'


নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদারের দাবি, 'হলের অবস্থা খুব খারাপ। শুধু দর্শকদের না যাঁরা অভিনয় করেন তাঁদেরও ভীষণ অসুবিধা হয়। সবাই মিলে এগিয়ে এসে প্রতিকার করতে হবে।' 


পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, নাটকের মাঝপথে হল থেকে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছেন বহু দর্শক। নাট্য পরিচালক পৌলোমী চট্টোপাধ্যায়ের দাবি, 'ওখানে নাটক করা খুব কষ্টকর। সবাই যদি সিদ্ধান্ত নেয় ওখানে নাটক করবে না আমাদেরও ভেবে দেখতে হবে।' মুখোমুখি নাট্য সংস্থার কর্ণধার বিলু দত্ত বলছেন, 'আমাদের ৮ দিনের উৎসব। আমরা বাধ্য হলাম ওখান থেকে রবীন্দ্র সদনে উৎসব সরিয়ে আনতে। কারণ ওখানে কোনও উৎসব করা যায় না।' 


অভিযোগ, অ্যাকাডেমি কর্তৃপক্ষকে বার বার বলার পরেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবাদে সরব হয়েছেন  নাট্যব্যক্তিত্বরা। ফেসবুকে দেবেশ চট্টোপাধ্যায় লিখেছেন, অবিলম্বে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস বন্ধ করা উচিত। পাশাপাশি তাঁর ঘোষণা, অ্যাকাডেমিতে আগামী ৫ মের 'হয়বদন' নাট্যের অভিনয় স্থগিত করা হল। 


নাট্যব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায় বলেন,  'ওখানে নাটক করা যায় না। আমি ঠিক করেছি আর ওখানে নাটক করব না, যতদিন না হল ঠিক হচ্ছে। আমাদের উচিত যারা নাটক করছে তাদেরকেও বারণ করা।' নাট্যব্যক্তিত্ব সুজন মুখোপাধ্যায়ের দাবি, 'এখানে নাটক করা অসহ্য ব্যাপার। ১৩ তারিখে আমাদের শো আছে আমরা এই হলে নাটক করব কি না ভেবে দেখছি। আমাদের সকলের মিলে উচিত এখানে নাটক না করা। কে কে-এর মতো এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আবার যদি তেমন হয়, এর দায়িত্ব কে নেবে?' 


অবিলম্বে অ্যাকাডেমি বন্ধের দাবি জানিয়ে ফেসবুকে লিখেছেন প্রাক্তন তৃণমূল সাংসদ ও নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষও। শনিবার অর্পিতা জানিয়েছেন, পঞ্চম বৈদিক মার্চ মাস থেকে অ্যাকাডেমিতে অভিনয় বন্ধ রেখেছে। 


আরও পড়ুন: Bharat Lakshmi Studio Fire: ভারতলক্ষ্মী স্টুডিওর স্টোররুমে লাগল আগুন, ঘটনাস্থলে দমকল


যদিও অ্যাকাডেমি কর্তৃপক্ষের দাবি, এসি ঠিকই আছে। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের প্রেসিডেন্ট অনুপ ভাদুড়ির পাল্টা দাবি, 'এসি ঠিকই আছে গতকাল আমি ছিলাম না বলতে পারব না কিন্তু আমি যা খবর পেয়েছি সব ঠিকই আছে।' 


এই গরমে অ্যাকাডেমির ঠান্ডা-যন্ত্র নিয়ে বিতর্কের উত্তাপ যেভাবে বাড়ছে, তাতে সেই বিতর্কের জল কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই দেখার।