সলমন, আমির, শাহরুখদের এইসব দাবি শুনলে আপনার চোখ কপালে উঠবেই!
হৃতিক রোশনও ফিটনেস নিয়ে খুব মাথা ঘামান। শ্যুটিংয়ের অবসরে তিনি সঙ্গে রাখেন নিজের শেফকে। আবার বাইরে শ্যুটিংয়ে গেলে সবচেয়ে ভাল জিম তাঁর জন্য বুক করতে হয়। কারণ একদিনও শরীরচর্চা বন্ধ রাখতে নারাজ তিনি। সব ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
আবার অক্ষয় কুমার ছবি নির্মাতাদের কাজ শুরুর আগেই জানিয়ে দেন, রবিবার কোনও কাজ হবে না, পুরো বিশ্রাম। তাঁর আরও শর্ত, প্রয়োজনে খুব ভোরে উঠে শ্যুটিংয়ে তাঁর আপত্তি নেই, কিন্তু রাতে দেরি হলে চলবে না। গভীর রাতে শ্যুটিং করতে পারবেন না।
সলমন খান। সলমন আবার ফিটনেস পাগল বলে পরিচিত। সলমন নাকি ছবির পরিচালককে বলেই দেন, আউটডোর শ্যুটিং থাকলে তাঁর জিমের সব যন্ত্রপাতির ব্যবস্থা সেখানে রেডি থাকা চাই।
শাহরুখ খান নাকি ক্লজ বুকে 'নো কিসিং' রুল চালু করেছেন। তবে জব তক হ্যায় জান ছবিতে প্রয়াত পরিচালক যশ চোপড়ার অনুরোধে সেই রুল ভাঙেন।
এই যেমন আমির খান। সবাই জানেন আমির খুবই পারফেকশনে বিশ্বাস করেন। খুঁতখুঁতে। ছবি সুপারহিট করতে চান। শোনা যাচ্ছে, সম্প্রতি তিনি নাকি ঠগস অব হিন্দুস্তান ছবির ৭০ শতাংশ মুনাফা চেয়ে বসেছেন। অএমনকী পরিচালকদের বলেন, ওর কোনও লো অ্যাঙ্গল শট যেন না নেওয়া হয়।
বলিউডের তারকা নায়ক, নায়িকাদের নাকি হাজারো বায়নাক্কা। এটা চাই, ওটা চাই, যা মেটাতে গিয়ে হিমসিম খেতে হয় সেটের লোকজনকে। প্রযোজক, পরিচালকদের মাথায় হাত পড়ে। সলমন, শাহরুখ, অক্ষয় কুমারদের দাবির বহরের কথা আপনারা কি জানেন? না জানলে জেনে নিন। জানলে আপনি থ হয়ে যাবেন।