অতসী মুখোপাধ্য়ায়, কলকাতা: ইডেন গার্ডেনসে শ্যুটিং শুরু হবে। চলছে প্রস্তুতি। সোমবার রাতেই ইডেনে শ্যুটিং সারতে আসবেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। তাঁর আসন্ন ছবি 'চাকদা এক্সপ্রেস'-এর শ্যুটিংয়ের জন্য রবিবার কলকাতায় এসেছেন অনুষ্কা শর্মা। সঙ্গে নিয়ে এসেছেন ‍মেয়ে ভামিকাকে।


কলকাতায় অনুষ্কা শর্মা


কলকাতায় এসে পৌঁছেছেন অনুষ্কা শর্মা। আজ থেকেই ইডেন গার্ডেনসে শুরু হচ্ছে ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদা এক্সপ্রেস'-এর শ্যুটিং। ইডেন গার্ডেনসের পাশাপাশি আন্দুল রাজবাড়িতেও হবে শ্যুটিং। 


বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) খুব শীঘ্রই ব্যাট হাতে নামতে চলেছেন মাঠে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ফাস্টবোলার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) বায়োপিক 'চাকদা এক্সপ্রেস' (Chakda Xpress) ছবিতে অভিনয় করতে চলেছেন অনুষ্কা। মুখ্য চরিত্রে তিনিই। বাঙালি এই ক্রিকেট তারকার চরিত্রে অভিনয়ের প্রাক্কালে বাঙালি খাদ্যাভ্যাসেও নিজেকে মানিয়ে নিতেও শুরু করেছিলেন অভিনেত্রী? তাঁর ইনস্টা পোস্টে তেমনই ছবি শেয়ার করেছিলেন।


 






আরও পড়ুন: Vaishali Takkar Demise: অভিনেত্রী বৈশালী ঠক্করের মৃত্যুতে নয়া মোড়, প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের


অন্যদিকে গত ২৫ সেপ্টেম্বর, ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে তৃতীয় ওয়ান ডে ম্যাচ খেলেই শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন ঝুলন গোস্বামী। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের অবসরে তাঁকে বিসিসিআইয়ের তরফে শুভেচ্ছা জানান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।


ঝুলনের বিবৃতি


ম্যাচের পরের দিন নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ঝুলন লেখেন, 'আজ সেই দিনটা এসেই গিয়েছে। সব যাত্রাই যেমন কোনও না কোনওদিন শেষ হয়, তেমনভাবেই আমার ২০ বছরের অধিক সময়ের ক্রিকেটীয় সফরও আজ শেষ হচ্ছে। আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আমার জন্য এই সফরটা সবথেকে সন্তোষজনক। আমি দুই দশকের অধিক সময় ধরে ভারতীয় জার্সি পরে মাঠে নামার এবং নিজের দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার সুযোগ পেয়েছি। ম্যাচের আগে জাতীয় সঙ্গীত কানে আসলে বরাবরই আমি গর্ববোধ করেছি।'