মুম্বইতিনি বরাবরই বিতর্কে থাকতে পছন্দ করেন যেন। তাঁর মন্তব্য নিয়ে জলঘোলা হবে না, এমনটা কার্যত দেখাই যায় না।


সেই কঙ্গনা রানাউত (Kangana Ranaut) নতুন করে বিতর্কে জড়ালেন। বলিউড অভিনেত্রী (Bollywood News) এখন সক্রিয় রাজনীতিতেও পা রেখেছেন। গত লোকসভা ভোটে লড়েছিলেন বিজেপির (BJP) প্রতীকে। মান্ডি কেন্দ্র থেকে তিনি জিতেওছিলেন। এবার তিনি সাফ জানিয়ে দিলেন, তাঁর সঙ্গে দেখা করতে এলে সঙ্গে থাকতে হবে আধার কার্ড!


আধার কার্ড দেখালে তবেই নিজের সংসদীয় এলাকার বাসিন্দাদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন কঙ্গনা।


মান্ডিতে একটি জন সংবাদ কেন্দ্র খুলেছেন কঙ্গনা। সেখানেই তিনি জানান যে, হিমাচল প্রদেশে সারা বছর প্রচুর পর্যটক আসেন। বেড়াতে গিয়ে কেউ তাঁর সঙ্গে দেখা করার জন্য হাজির হয়ে যেতে পারেন। সেটাকে আটকানোর জন্যই তিনি যাচাই করে নিতে চান, দর্শনপ্রার্থী আদৌ মান্ডির বাসিন্দা কি না। আধার কার্ড থেকে যা সহজেই জানা সম্ভব। স্থানীয় বাসিন্দা সেটা নিশ্চিত হওয়ার পরই তাঁদের প্রয়োজনীয় সাহায্য করবেন বলে জানিয়েছেন কঙ্গনা।


তাতে সাধারণ মানুষের সমস্যাও এড়ানো যাবে বলে মনে করেন কঙ্গনা। পাশাপাশি অভিনেত্রী এ-ও জানিয়েছেন যে, তাঁর সঙ্গে দেখা করার আগে প্রত্যেককে লিখিতভাবে জানাতে হবে, কেন তাঁর সঙ্গে দেখা করতে চান। কঙ্গনা জানিয়েছেন, লোকসভার সাংসদ হওয়ার জন্য তাঁকে শুধু স্থানীয় ব্যাপার বা পঞ্চায়েত পর্যায়ের বিষয় নিয়ে ভাবলেই চলবে না, জাতীয় স্তরের বিষয় নিয়েও চিন্তাভাবনা করতে হবে। কাজ করতে হবে। তাই মান্ডির বাসিন্দাদের উদ্দেশে তাঁর বার্তা, শুধু প্রয়োজন হলে তবেই যেন তাঁর সাহায্য চাওয়া হয়। এমন কাজের জন্য যেন তাঁর কাছে না যাওয়া হয়, যা তিনি করতে পারবেন না বা তাঁর এক্তিয়ার বহির্ভুত। যাতে তিনি বৃহত্তর ব্যাপার স্যাপারেও মনোনিবেশ করতে পারেন।


তবে এই মন্তব্যের পরই প্রবল সমালোচনার শিকার হয়েছেন কঙ্গনা। তাঁকে নিশানা করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিংহ মান্ডিতে কঙ্গনার বিরুদ্ধে লড়াই করে হেরে গিয়েছিলেন। তিনি বলেছেন, ‘আমরা জনগণের প্রতিনিধি। আমাদের কর্তব্যই হল রাজ্যের সব জায়গার মানুষের সঙ্গে দেখা করা। তাঁদের কতা শোনা।’ তিনি কটাক্ষের সুরে বলেছেন, ‘আমার সঙ্গে কোনও প্রয়োজনে কেউ দেখা করতে এলে তাঁকে আধার কার্ড আনতে হবে না।’


কিছুদিন আগে চণ্ডীগড় বিমানবন্দরে এক সিআইএসএফ মহিলা কর্মী কঙ্গনাকে চড় মেরেছিলেন। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল।


আরও পড়ুন: Uttam Kumar: শ্যুটিং করতে করতে হঠাৎ সিঁড়ি থেকে গড়িয়ে পড়লেন উত্তমকুমার, দেখেছিলেন রঞ্জিত মল্লিক


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।