নয়াদিল্লি: দিল্লিতে সরকারি হাসপাতালে শ্যুটআউট। হাসপাতালের ভিতর ঢুকে এক ব্যক্তিকে লক্ষ্য করে পরপর গুলি এক আততায়ীর। ওই ব্যক্তি চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। পুলিশ সূত্রের খবর, মৃত্যু হয়েছে আক্রান্তের। আততায়ীর খোঁজ করছে পুলিশ।
রবিবার বিকেলের ঘটনা। এএনআই সূত্রের খবর, দিল্লিতে (Delhi Hospital Shootout) গুরু তেগবাহাদুর হাসপাতালে এই গুলিকাণ্ড হয়েছে। নিহতের নাম রিয়াজুদ্দিন। জুন মাসে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিন হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে এক তরুণ ঢুকে পড়ে, সেখানেই ভর্তি রিয়াজুদ্দিনকে লক্ষ্য করে গুলিবৃষ্টি করে ওই আততায়ী। পুলিশ সূত্রের খবর, ওই ঘটনায় গুরুতর আহত হন রিয়াজুদ্দিন, পরে তিনি মারা যান। এএনআই সূত্রের খবর, এদিন বিকেল চারটে নাগাদ বছর ১৮-এর এক তরুণ এসে গুলি চালায়।
দিল্লির পুলিশ (Delhi Police) অ্যাডিশনাল ডিসিপি বিষ্ণু শর্মা এএনআইকে জানিয়েছেন, বিকেল ৪টে বেজে ২০ মিনিটে গুরু তেগবাহাদুর হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে গুলিচালনার খবর পায় পুলিশ। অভিযোগ আসে যে এক তরুণ হাসপাতালের ওয়ার্ডে ঢুকে এক রোগীকে গুলি করে পালিয়েছেন। খবর পাওয়া মাত্র পুলিশ যায় ওই হাসপাতালে। ওই এলাকা থেকে পাঁচটি গুলির খালি খোল মিলেছে। পুলিশ জানিয়েছে নিহত রিয়াজুদ্দিন খাজুরি খাস এলাকার বাসিন্দা। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হবে হামলাকারীকে। কী কারণে এমন ঘটনা, খুঁজছে পুলিশ।
এনডিটিভির একটি প্রতিবেদন সূত্রের খবর, গুলির আঘাত নিয়ে হাসপাতালের শয্যাতেই পড়ে রয়েছেন ওই ব্যক্তি, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যখন হামলা হয় তখন রিয়াজুদ্দিনের চিকিৎসা করছিলেন ডাক্তার-নার্সরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: শনির দোষে রোজগারে ঘাটতি? সম্পর্কে সমস্যা? প্রতিকার হবেই, শুধু এই ৩টি কাজ করুন