মুম্বই: অভিনেত্রী রীচা চাড্ডা বিশ্বাস করেন, কেউ সংকটে পড়লে সাহায্যের হাত বাড়াতে হয়, নিজের তারকাখ্যাতির কথা তখন মাথায় রাখতে নেই। নোট বাতিলের পর তিনি সাহায্য করেছেন এমনই এক দোকানদারকে।

দিল্লিতে কিছুদিন আগে শ্যুটিং করতে গিয়েছিলেন রীচা। দেখেন, নোট বাতিলের ফলে বেজায় সমস্যায় পড়েছেন রাস্তার ধারে ছোট্ট একটি দোকানের বৃদ্ধ দোকানি। রীচা নিজেই তাঁর কাছে গিয়ে তাঁকে বোঝান। বলেন, দোকানে কার্ড ভেন্ডিং মেশিন রাখতে, নোট ভাঙানোর ভয়ে খদ্দেরদের ফিরিয়ে না দিতে।



পরে রীচা এ ব্যাপারে মন্তব্য করেন, যাঁদের সাহায্য দরকার, তাঁদের পাশে থাকা সকলের কর্তব্য। নোট বাতিলের সিদ্ধান্ত হঠাৎ জানানো হয়। যাঁরা দোকানে কার্ড মেশিন রাখা বা অন্যান্য সুযোগ সুবিধের কথা জানতেন না, তাঁরা সমস্যায় পড়েন। তাই আমাদের সকলের উচিত, তাঁদের সাহায্য করা।