নয়াদিল্লি: আর্থিক তছরুপ মামলায় বিপত্তি বাড়তে পারে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি কেন, প্রশ্ন তুলল আদালত। ২০০ কোটির তোলাবাজি এবং আর্থিক তছরুপ মামলায় সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) সঙ্গে সংযোগ  থাকায় নাম জড়িয়েছে জ্যাকলিনেরও। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। আগেই এই মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন অভিনেত্রী, যার তীব্র বিরোধিতা করছে এফোর্সমেন্ট ডিরেক্টরেট।


শুক্রবার জ্যাকলিনের জামিন নিয়ে চূড়ান্ত রায়


বৃহস্পতিবার দিল্লির পাটিয়ালা আদালতে জামিনের আবেদনের শুনানিতে সশরীরে হাজির ছিলেন জ্যাকলিন। সেখানে সরাসরি তাঁর জামিনের বিরোধিতা করে ইডি। তদন্তকারীদের আইনজীবী জানান, টাকার অভাব নেই জ্যাকলিনের। সহজেই দেশ ছেড়ে পালাতে পারেন তিনি। তাই কোনও মতেই তাঁকে জামিন দেওয়া উচিত নয়। 



এর পাল্টা তদন্তকারীদের কাছে আদালত জানতে চায়, এখনও পর্যন্ত জ্যাকলিনকে গ্রেফতার করা হল না কেন? আদালত বলে, "লুক আউট সার্কুলার জারি করার পরও কেন এখনও পর্যন্ত জ্যাকলিনকে গ্রেফতার করা হল না? অন্য অভিযুক্তরা জেলে রয়েছেন। এমন পক্ষপাতিত্ব কেন?" শুক্রবার জ্যাকলিনের জামিনের আবেদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আদালত। আগে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন জ্যাকলিন।


আরও পড়ুন: Shehnaaz Gill Chat Show: চ্যাট শো সঞ্চালনায় শেহনাজ গিল, প্রথম পর্বে অতিথি রাজকুমার রাও


জ্য়াকলিনের জামিনের বিরোধিতা করে এ দিন আদালতে ইডি জানায়, তদন্তে একেবারেই সহযোগিতা করেননি জ্যাকলিন। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। জামিন পেলে পালিয়ে যেতে পারেন। ইডির বক্তব্য, "জীবনে একসঙ্গে ৫০ লক্ষ টাকা দেখিনি আমরা। কিন্তু ফূর্তি করেই ৭ কোটি ১৪ লক্ষ টাকা উড়িয়েছেন জ্যাকলিন। যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে ওঁর। পালানোর কম চেষ্টা করেননি।"


জ্যাকলিন দেশ ছেড়ে পালাতে পারেন, দাবি ইডি-র


এর আগে, জ্যাকলিনের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করে ইডি, যাতে দেশের কোনও বিমানবন্দর থেকেই বাইরে যেতে না পারেন তিনি। জালিয়াতি এবং প্রতারণায় অভিযুক্ত জেলবন্দি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরুপ এবং তোলাবাজি মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিনের। সুকেশের কাছ থেকে জ্যাকলিন বহুমূল্য উপহার পেয়েছিলেন বলে দাবি তদন্তকারীদের।