গুয়াহাটি: মুক্তির অপেক্ষায় কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) 'এমার্জেন্সি' (Emergency)। চলছে ছবির শেষ মুহূর্তের কাজ। তার আগে কামাখ্যা মন্দিরে (Kamakhya Temple) গেলেন অভিনেত্রী। পুজো দিলেন মায়ের কাছে। পোস্ট করলেন ভিডিও। গুয়াহাটিতে বুধবার ছিলেন অভিনেত্রী। 


কামাখ্যা মন্দিরে কঙ্গনা রানাউত


বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। পবিত্র মন্দির সম্পর্কে লিখলেন দু-চার কথা। ভিডিওয় দেখা যাচ্ছে অভিনেত্রী বেগুনি রঙের চুড়িদার পরে রয়েছেন এবং গায়ে জড়িয়েছেন ঐতিহ্যবাহী লাল ওড়না। 


এদিন ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'আজ কামাখ্যা মায়ের মন্দিরে দর্শন করলাম... এই মন্দিরে জগৎ জননী মায়ের যোনি রূপে পুজো করা হয়... এটি মায়ের শক্তির বিশাল রূপ যেখানে বলির ভোগ দেওয়া হয়, এই পবিত্র স্থান একটি শক্তিপীঠ... যেখানে শক্তির অদ্ভুত সঞ্চার আছে... কখনও গুয়াহাটি এলে দর্শন নিশ্চয়ই করবেন... জয় মা।'


 






এর আগে আজই নিজের নতুন কাজের কথা ঘোষণা করেন কঙ্গনা। তিনি জানান সন্দীপ সিংহের সঙ্গে বড় বাজেটের ছবিতে হাত মেলাতে চলেছেন। এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে এই ছবির শ্যুটিং শুরু হবে আগামী বছরের শুরুর দিকে। খুব শীঘ্রই ছবির নির্মাতারা পরিচালক ও ছবির নাম ঘোষণা করবেন বলে জানানো হয়েছে। 'ফ্যাশন', 'তনু ওয়েডস মনু' সিরিজ, 'ক্যুইন' ও 'পঙ্গা'র মতো ছবিতে অভিনয় করা কঙ্গনা রানাউতের কথায় আসন্ন এই ছবি তাঁর 'কেরিয়ারের সবচেয়ে বড় ছবি' হবে। ৩৬ বছর বয়সী অভিনেত্রীর কথায়, 'সন্দীপ আর আমি প্রায় ১৩ বছর ধরে বন্ধু এবং অনেকদিন ধরেই একসঙ্গে কাজ করতে চেয়েছি। এখন যখন আমরা সঠিক বিষয় ও চরিত্র খুঁজে পেয়েছি এবার আমরা কাজ শুরু করতে তৈরি, এটা আমার জীবনের সবচেয়ে বড় ছবি হতে চলেছে এবং দুর্দান্ত একটা চরিত্র, খুব শীঘর্ই আরও তথ্য ভাগ করে নেওয়া হবে।'


আরও পড়ুন: Vastu Tips : কিছুতেই কাটছে না আর্থিক সঙ্কট ? বাস্তুর এই সহজ উপায়ে ফিরতে পারে হাল !


প্রসঙ্গত, কঙ্গনা রানাউতকে এরপর দেখা যাবে 'এমার্জেন্সি' (Emergency) ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে। এই ছবির পরিচালনাও কঙ্গনার। ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। ১৯৭৫ সালের ২৫ জুন। দেশজুড়ে ঘোষিত হয় জরুরি অবস্থা। এরপরের ২১ মাস ভারতজুড়ে স্থায়ী হয়েছিল সেই অবস্থা। এবার এই গোটা সময়টাই পর্দায় তুলে ধরবেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রসঙ্গত, 'মনিকর্ণিকা'র (Manikarnika) পরে এটি তাঁর পরিচালক হিসেবে দ্বিতীয় ছবি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial