Share Market Update: শেয়ারের দাম উঠছিল না সেভাবে। গত এক মাস ধরে একই জায়গায় ঘুরপাক খাচ্ছিল ইনফোসিসের শেয়ার। অবশেষে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় এল সুখবর। ফের কোম্পানির শেয়ারে আস্থা রাখছেন বিনিয়োগকারীরা।
Infosys Dividend Update: বড় চুক্তি করেছে কোম্পানি
২০২২-২৩ আর্থিক বছরে ৯.৮ বিলিয়ন ডলার মূল্যের পঁচানব্বইটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার মধ্যে ৪০ শতাংশ নতুন চুক্তি রয়েছে। বুধবার ৪২তম বার্ষিক সাধারণ সভায় (AGM)-এ এই খবর জানিয়েছেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নন্দন নিলেকানি।
Stock Market Update: ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ঘোষণা করেছেন, ২০২২-২৩ অর্থবর্ষে শক্তিশালী সামগ্রিক বৃদ্ধি হয়েছে কোম্পানির। এই বছরে ১৫.৪ শতাংশের বৃদ্ধির সাক্ষী থেকেছে কোম্পানি। যা ইনফিকে ১৮.২ বিলিয়ন আয় দিয়েছে। কোম্পানির বেশিরভাগ শিল্প বিভাগ ও ভৌগলিক বাজার দ্বিগুণ সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। যার মধ্য়ে ইউরোপের ২৬ শতাংশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ১২ শতাংশ বাজার বৃদ্ধি পেয়েছে।
Nandan Nilakani: নিলেকানি আরও জানিয়েছেন, কোম্পানির এই বৃদ্ধির কথা মাথায় রেখে এপ্রিল ২০২২ থেকে মার্চ ২০২৩ অর্থবর্ষে বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ১৭.৫০ টাকার চূড়ান্ত লভ্যাংশ দেওয়া হবে। ২০২৩ অর্থবর্ষে ইনফোসিস যে চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে তা ছিল শেয়ার প্রতি ১৬.৫০ টাকার অন্তর্বর্তী লভ্যাংশ যা ইনফোসিস ইতিমধ্যেই শেয়ার হেল্ডারদের দিয়ে দিয়েছে।
Infosys Dividend Update: পরিসংখ্যান বলছে, FY23 এর ফলে বিনিয়োগকারীদের শেয়ার প্রতি মোট লভ্যাংশ দাঁড়ায় ৩৪ টাকা, যা FY22 এর তুলনায় ৯.৭ শতাংশ বেশি। মূল্যের পরিপ্রেক্ষিতে, কোম্পানি FY23-এর জন্য মোট ১৪,২০০ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানি।
ভারতীয় আইটি জায়ান্ট ২০২৩ অর্থবর্ষে শেয়ারহোল্ডারদের বিনামূল্যে ক্যাশ ফ্লোয়ের ৮৬ শতাংশ ফিরিয়ে দিয়েছে। এর মধ্যে লভ্যাংশ প্রদান ও বাইব্যাক প্রোগ্রামও অন্তর্ভুক্ত ছিল। সভায় নিজেই এই কথা উল্লেখ করেছেন নিলেকানি।
Share Market Update: এতদিন ধরে এই উচ্চাতার অপেক্ষায় ছিল বিনিয়োগকারীরা। অবশেষে ১৯,০০০ পয়েন্টের মাইলফক ছুঁয়ে ফেলল নিফটি। পাশাপাশি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে সেনসেক্সও।
Stock Market Closing: আজ কেমন ছিল বাজারের অবস্থা
বুধবারের ট্রেডিং সেশন ভারতীয় শেয়ার বাজারের জন্য ঐতিহাসিক দিন বলে প্রমাণিত হয়েছে। বাজারের প্রধান দুটি সূচকই রেকর্ড উচ্চতা ছুঁয়ে আজকের লেনদেন শেষ করেছে। পরে কিছুটা পড়লেও নতুন ঐতিহাসিক স্তরে বন্ধ হয়েছে দুই সূচক।
আজ দিনের লেনদেনের সময় বিএসই সেনসেক্স 64,000 পয়েন্ট অতিক্রম করতে সক্ষম হয়েছিল। পিছিয়ে থাকেনি নিফটি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এই সূচক প্রথমবারের মতো 19,000 পয়েন্ট অতিক্রম করেছে। আজকের ট্রেডিং শেষে BSE সেনসেক্স 500 পয়েন্টের লাফ দিয়ে 63,915 এ বন্ধ হয়েছে। নিফটি 50 155 পয়েন্টের লাফ দিয়ে 18,972 পয়েন্টে বন্ধ হয়েছে। বৃহস্পতিবার বকরি ইদের ছুটির কারণে ভারতীয় শেয়ারবাজার বন্ধ থাকবে।