মুম্বই: শনিবার, সীতা নবমীর (Sita Navami) পবিত্র দিনে প্রকাশ্যে এসেছে আগামী ছবি 'আদিপুরুষ' (Adipurush) ছবিতে জানকী রূপে কৃতী শ্যাননের (Kriti Sanon) লুক। নিজের আগামী ছবির জন্য আশীর্বাদ নিতে অভিনেত্রী গেলেন পুনের (Pune) রাম সীতা মন্দিরে (Ram Sita Mandir)। ভাইরাল হল ছবি।


রাম সীতা মন্দিরে পুজো দিলেন কৃতী শ্যানন


সামনেই নতুন ছবির মুক্তি। টিজার প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছিল বিতর্ক। পিছিয়ে যায় মুক্তির তারিখ। আপাতত সব মিটিয়ে এক এক করে প্রকাশ্যে আসছে চরিত্রদের লুক। অক্ষয় তৃতীয়ায় মুক্তি পায় রাম রূপে প্রভাসের লুক। এরপর শনিবার সীতা নবমীর দিন প্রকাশ্যে আসে জানকী রূপে কৃতীর লুক। এমন শুভ দিনে আশীর্বাদ নিতে পুনের তুলসীবাগের (Tulsibaug) রাম সীতা মন্দিরে পৌঁছলেন কৃতী শ্যানন। 


 






হালকা গোলাপী রঙের পোশাকে ক্যামেরাবন্দি কৃতী। মাথা ঢাকলেন ওড়নায়। পুজো দিলেন রাম-সীতা-লক্ষ্মণের চরণে। প্রাণ ভরে আশীর্বাদও নিলেন। তাঁর ফ্যান পেজ থেকে একাধিক পুজো দেওয়ার ছবি শেয়ার করা হয় এদিন। 






ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' ছবিতে রামের চরিত্রে প্রভাস ও সীতার চরিত্রে দেখা যাবে কৃতী শ্যাননকে। একইসঙ্গে রাক্ষসরাজ রাবণের ভূমিকায় দেখা যাবে সেফ আলি খানকে। ১৬ জুন মুক্তি পাবে এই ছবি। 


প্রসঙ্গত, হিন্দু মহাকাব্য 'রামায়ণ'-এর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে 'আদিপুরুষ'। এই ছবি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের জানুয়ারি মাসে। কিন্তু সেই তারিখ পিছিয়ে দেওয়া হয় ১৬ জুন পর্যন্ত। ছবির প্রথম লুক টিজার প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় ওঠে চরিত্রদের নিয়ে। কাঠগড়ায় দাঁড় করানো হয় ছবির গ্রাফিক্সকেও। সেই সমস্ত কিছুর কারণেই পোস্ট প্রোডাকশনে আরও সময় ব্যয় করেন নির্মাতারা। এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগে নিউ ইয়র্কের 'ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যাল'-এ দেখানো হবে। এই চলচ্চিত্র উৎসব চলবে ৭ থেকে ১৮ জুন পর্যন্ত। 


আরও পড়ুন: Lemon Water For Eyes : চোখের জন্য উপকারী লেবু জল, সাহায্য করতে পারে ছানি প্রতিরোধেও


ছবির জন্য 'রাম সিয়া রাম' গেয়েছেন ও কম্পোজ করেছেন সাচেত-পরম্পরা। টি সিরিজ, ভূষণ কুমার ও কৃষণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার ও রাজেশ নায়ারের 'রেট্রোফিলস' প্রযোজিত, ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' বিশ্বজুড়ে মুক্তি পাবে চলতি বছরের ১৬ জুন।