নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা সোশ্যাল মিডিয়ায় ইদানিং বেশ সক্রিয়। কখনও ফিটনেসের ভিডিও, কখনও মজার ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়েন তিনি। এরইমধ্যে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওতে প্রীতির কৃষিকাজে প্রীতির ছবি সামনে এসেছে। ভিডিওতে বলিউড অভিনেত্রীকে একটা বড় পাত্রে গাছ থেকে ক্যাপসিকাম তুলে রাখতে দেখা যাচ্ছে।
প্রীতির এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।


ভিডিওতে প্রীতিকে বলতে শোনা যাচ্ছে, 'বন্ধুরা দেখুন, এটা আমার কিচেন গার্ডেন। বাড়িতেই চাষবাস। আর এজন্য ধন্যবাদ মাকে। ভিডিও-র ক্যাপশনে লিখেছেন, বাড়িতে কৃষিকাজ। বাড়ির বাগান থেকে ফসল তুলতে কতটা দারুণ ভালো লাগে। আর আমাকে শেখানোর জন্য ও বাগানে সময় কাটানোর জন্য ধন্যবাদ। সেইসঙ্গে সব্জি তুলতে উত্সাহ যোগানোর জন্য মাম্মি তোমাকে ধন্যবাদ। এখন যেন শূন্যে ভাসছি। যদিও নিজেকে মাটির এত কাছাকাছি কখনও অনুভব করিনি'।




প্রীতির এই ভিডিও ১৩ লক্ষের বেশি দেখা হয়েছে। 'দিল সে' সিনেমার মাধ্যমে বলিউড অভিষেক হয়েছিল প্রীতির। এই সিনেমায় ভূমিকার জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন তিনি। হিন্দি ছাড়াও তেলগু, পঞ্জাবি ও ইংরেজি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
'সোলজার', 'ক্যয়া কহনা', 'চোরি চোরি চুপকে চুপকে', 'কোই মিল গয়া', 'কল হো না হো', 'ফর্জ', 'বীরজারা', 'সালাম নমস্তে', 'কভি অলবিদা না কহনা'-র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।