কলকাতা: গভীর রাতে ময়দান এলাকায় মদের আসরে দুই গোষ্ঠীর বচসা। বিবাদ মেটাতে যাওয়ায় সিভিক ভলান্টিয়ারকে ইট দিয়ে থেঁতলে খুন। গ্রেফতার তিন। নিহত ইরশাদ হোসেন ওরফে সানি ময়দান থানায় কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে খবর, গতকাল ডিউটিতে ছিলেন না বছর ছত্রিশের ওই সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, রাত সাড়ে ১২টা নাগাদ ময়দান এলাকা দিয়ে যাওয়ার সময়, মত্ত যুবকদের বিবাদ থামাতে যাওয়ায়, ওই সিভিক ভলান্টিয়ারকে ইট দিয়ে মাথায়-মুখে আঘাত করা হয়। হেস্টিংস ব্রিজের নীচ থেকে গুরুতর জখম অবস্থায় সিভিক ভলান্টিয়ারকে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ময়দানে মদের আসরে দুই গোষ্ঠীর বচসা মেটাতে গিয়ে খুন সিভিক ভলান্টিয়ার, গ্রেফতার ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Aug 2020 10:45 AM (IST)
ওই সিভিক ভলান্টিয়ারকে ইট দিয়ে মাথায়-মুখে আঘাত করা হয়
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -