মুম্বই: মেট্রোয় দেখা মিলল নবাব কন্যার। আজ্ঞে হ্যাঁ। সম্প্রতি মুম্বইয়ের মেট্রোয় (Mumbai Metro) চেপে বসলেন অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)। নিজেই পোস্ট করলেন সেই ভিডিও।
মুম্বইয়ের মেট্রো সফরে সারা আলি খান
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এদিন একটি ভিডিও শেয়ার করেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। সেখানেই দেখা গেল মেট্রোর সিটে বসে রয়েছেন সারা। সাদা গোলাপী রঙের চুড়িদার পরে ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়লেন। মুখে স্বভাবসিদ্ধ চওড়া হাসি।
ভিডিও স্টোরির ক্যাপশনে লেখেন, 'মুম্বই মেরি জান... ভাবিনি যে তোমাদের আগে আমি মুম্বই মেট্রোয় উঠব।' একইসঙ্গে ট্যাগ করলেন 'মেট্রো ইন দিনো' (Metro In Dino) সহ অভিনেতা আদিত্য রায় কপূর ও পরিচালক অনুরাগ বসুকে।
এরপরের স্টোরিতেই একই পোশাকে তাঁকে মেক-আপ করতে দেখা যাচ্ছে। ক্যাপশনে লেখেন, 'শ্যুট ডে'। ফলে মনে করা হচ্ছে, ইতিমধ্যেই 'মেট্রো ইন দিনো' ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন সারা। জনপ্রিয় ছবি 'লাইফ ইন এ... মেট্রো'র বিখ্যাত গান 'ইন দিনো' থেকে তৈরি হয়েছে ছবির নাম। এই ছবি মূলত আধুনিক সময়ে দাঁড়িয়ে মানুষের মধ্যে সম্পর্কের টক-ঝাল-মিষ্টি গল্প বলবে।
এই ছবি মূলত অ্যান্থলজি ঘরানার। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, ফাতিমা সানা শেখ, অনুপম খের, আলি ফজল ও নীনা গুপ্তাকে।
গত বছর ৭ ডিসেম্বর ছবির কথা ঘোষণা করা হয়। এই ছবিতে প্রথম জুটি বাঁধতে দেখা যাবে আদিত্য রায় কপূর ও সারা আলি খানকে। 'মেট্রো ইন দিনো' ছবির প্রসঙ্গে ভূষণ কুমার বলেছিলেন, 'অনুরাগ দাদার (অনুরাগ বসু) সঙ্গে কাজ করা সবসময়ই একটু বেশি পাওনার। পর্দায় সম্পর্কের নানা গল্পকে এক সুতোয় বাঁধা আর তার সঙ্গে নানা ট্যুইস্ট। এই কাজ দাদা অত্যন্ত পারদর্শীতার সঙ্গে পারেন। এই ছবিতেই সঙ্গীতের সৃষ্টিতে দর্শকদের মাতাবেন প্রীতম।'
অনুরাগ বসু এর আগে এই ছবি প্রসঙ্গে বলেছিলেন, 'এটি মানুষের জন্য মানুষের গল্প। বেশ কিছুদিন ধরেই এই গল্পের ওপর আমি কাজ করছি এবং ভূষণ কুমারের মতো বড় সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত, যাঁরা সবসময়েই আমার জন্য স্তম্ভের মতো।'
তবে একেবারেই প্রাথমিক পর্যায়ের তথ্য ছাড়া ছবি সম্পর্কে বিশেষ কোনও খুঁটিনাটি প্রকাশ্যে এখনও আসেনি। প্রসঙ্গত, ২০০৭ সালে মুক্তি পায় 'লাইফ ইন এ... মেট্রো'। অভিনয় করেছিলেন ইরফান খান, কে কে মেনন, শাইনি আহুজা, কঙ্কনা সেন শর্মা, শিল্পা শেট্টি, কঙ্গনা রানাউত প্রমুখ তাবড় অভিনেতারা।