যৌন নিগ্রহের শিকার তিন মহিলার কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে ‘পিঙ্ক’। সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, তাপসী পান্নু ও কীর্তি মুলহারি।
সিনেমার পরিচালক সহ সব অভিনেতা-অভিনেত্রীর প্রশংসা করেছেন সুনিধি। তঁর ট্যুইট, ‘পিঙ্ক’ আমার মন ভরিয়ে দিয়েছে।
শাল্মলীর ট্যুইট, হিন্দিতে এ ধরনের সিনেমা আরও হওয়া উচিত। দুর্দান্ত অভিনয় আর পরিচালনা। পুরো পিঙ্ক-টিমকে অভিবাদন। এই সিনেমা অবশ্যই দেখা উচিত।
ইয়ামি লিখেছেন, এটা অবশ্যই দেখার মতো সিনেমা। সুজিত সরকার, অমিতাভ বচ্চনকে ধন্যবাদ জানিয়ে তাঁর প্রতিক্রিয়া, ভালো লাগা প্রকাশের ভাষা জানা নেই।
৩৬ বছরের অভিনেত্রী নেহা ধূপিয়াও বলেছেন, ভাষা হারিয়ে ফেলেছি। তিনি লিখেছেন, খুব কম সিনেমাই এভাবে হৃদয় ছুঁয়ে যেতে পারে।
দিয়া মির্জার ট্যুইট, সামাজিকভাবে প্রাসঙ্গিক, বিনোদনমূলক এবং আমাদের সময়ের জন্য প্রয়োজনীয় সিনেমা ‘পিঙ্ক’।
জন্নত-এর অভিনেত্রী সোনাল চৌহান এই সোশ্যাল থ্রিলারের প্রশংসায় পঞ্চমুখ। তিনি লিখেছেন, ঘোর কাটিয়ে উঠতে পারছি না।
উল্লেখ্য, আগামী ১৬ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে।
রিয়েলিটি টিভি ব্যক্তিত্ব তথা অভিনেত্রী গৌহর খানের ট্যুইট, বচ্চন স্যার, ‘পিঙ্ক’-এ আপনার যাদু দেখার সুযোগ পেয়ে আমি ধন্য।
এ ধরনের চিন্তাধারা নিয়ে সিনেমা তৈরির জন্য অভিনেত্রী সুরভীন চাওলা ধন্যবাদ জানিয়েছেন পরিচালককে।