কানপুর: কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ভারতীয় দলের ৫০০-তম টেস্ট হতে চলেছে। এই বিশেষ মুহূর্তটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে চাইছে বিসিসিআই। দেশের জীবিত সব প্রাক্তন অধিনায়ককে আমন্ত্রণ জানানো হচ্ছে। তাঁদের সংবর্ধনা দেওয়া হবে। তবে উল্লেখযোগ্যভাবে, আইসিসি-র কোনও প্রতিনিধিকে এই ম্যাচে আমন্ত্রণ জানানো হচ্ছে না। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সঙ্গে ভারতীয় বোর্ডের সাম্প্রতিক বিরোধের কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


 

উত্তরপ্রদেশে ক্রিকেট সংস্থার প্রধান রাজীব শুক্ল। তিনিই ৫০০ তম টেস্ট আয়োজনের মূল দায়িত্বে আছেন। শুক্ল আজ কানপুরের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন। গ্রিন পার্ক দেখে তিনি খুশি। এই ম্যাচের জন্য বিশেষভাবে তৈরি হচ্ছে গ্রিন পার্ক। শুক্লর মতে, সেই প্রস্তুতি সন্তোষজনক। স্টেডিয়ামটিকে বিশেষভাবে সাজানো হচ্ছে। টেস্ট শুরু হওয়ার আগে সব প্রাক্তন অধিনায়কের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হবে। তাঁদের সম্মানে এক বিশেষ নৈশভোজেরও আয়োজন করা হবে। ভারতীয় দলের বর্তমান ক্রিকেটাররাও সেই নৈশভোজের আসরে হাজির থাকবেন।

 

ভারতের প্রাক্তন অধিনায়কদের মধ্যে সুনীল গাওস্কর ধারাভাষ্যকার হিসেবে গ্রিন পার্কে থাকবেন। অপর এক প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে এখন ভারতীয় দলের প্রধান কোচ। স্বাভাবিকভাবেই তিনি দলের সঙ্গে থাকবেন। এছাড়া কপিল দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিংহ ধোনি, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, রবি শাস্ত্রীরা কানপুরে হাজির থাকবেন।

 

গ্রিন পার্কে ২৬ হাজার দর্শক খেলা দেখতে পারেন। মাঠে বেশি দর্শক টানার লক্ষ্যে টিকিটের দাম কম রাখা হচ্ছে। স্কুলের ছাত্র-ছাত্রী এবং প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে খেলা দেখার সুযোগ দেওয়া হবে।