এই বলিউড তারকাদের রয়েছে রাজপরিবারের সঙ্গে সম্পর্ক
জন্নত সিনেমায় ইমরান খানের সহ তারকা সোনাল সিংহ চৌহান একজন মডেল, গায়িকা ও অভিনেত্রী। রাজস্থানের রাজপরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। ছবি-ইন্সটাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসলমন খানের সিনেমা ম্যায়নে প্যায়ার কিয়া-র নায়িকা ভাগ্যশ্রী পটবর্ধনেরও রাজপরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে। তাঁর বাবা বিজয় সিংহরাও মাধবরাও পটবর্ধন এখনও মহারাষ্ট্রের সাংলি জেলার রাজপরিবারের সন্তান। ছবি-ইন্সটাগ্রাম
অভিনেত্রী রিয়া সেনেরও রাজ পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে। তাঁর বাবার সঙ্গে রয়েছে ত্রিপুরার রাজপরিবারের সম্পর্ক। ছবি-ইন্সটাগ্রাম
আমির খানের স্ত্রী কিরণ রাও একজন বিশিষ্ট প্রযোজক। তাঁর সঙ্গে সম্পর্ক রয়েছে তেলেঙ্গনার ওয়ানাপার্থির রাজা রামেশ্বর রাওয়ের পরিবারের। তেলঙ্গানায় জন্ম হলেও ছোটবেলাটা কিরণের কেটেছে কলকাতায়। ছবি-ইন্সটাগ্রাম
রাজপরিবারের সঙ্গে যুক্ত থাকা নামগুলির তালিকায় প্রথমেই আসে বলিউডের ছোটে নবাব সইফ আলি খানের নাম। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান সইফের বাবা। দিল্লি সংলগ্ন হরিয়ানার পটৌদি গ্রামের নবাব ছিলেন মনসুর আলি খান। এখন যদিও রাজারাজড়ার দিন গিয়েছে। কিন্তু বাবার মৃত্যুর পর সইফ প্রথা মেনে পটৌদি গ্রামের দশম নবাব হন। ছবি-ইন্সটাগ্রাম
বলিউডে এমন কয়েকজন তারকা রয়েছেন যাঁরা সাধারণ পরিবার থেকে এসে খ্যাতির শীর্ষে পৌঁছছেন। আবার এমনও কয়েকজন তারকা রয়েছেন, যাঁদের সম্পক্ত রয়েছে রাজপরিবারের সঙ্গে। জেনে নেওয়া যাক, এমনই কয়েকজন অভিনেতা সম্পর্কে। ছবি-ইন্সটাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -