বিদেশীদের জীবনসঙ্গী করেছেন এই অভিনেত্রীরা
রাধিকা আপ্তে তাঁর ব্যক্তিগত জীবন সংবাদমাধ্যম থেকে দূরেই রেখেছেন। অনেকেই জানতেনই না যে, তিনি বিবাহিতা। রাধিকা বেনেডিক্ট টেলরকে বিয়ে করেন। বেনেডিক্ট ব্রিটিশ মিউজিশিয়ান। और जाने:
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইলিয়ানা ডিক্রুজ সোশ্যাল মিডিয়ায় তাঁর অস্ট্রেলিয় প্রেমিক অ্যান্ড্রু নিবোনের সঙ্গে বেশ কিছু রোমান্টিক ছবি শেয়ার করেছেন। পেশায় ফটোগ্রাফার অ্যান্ড্রুকে ইলিয়ানা সেরা স্বামী হিসেবে অভিহিত করেছেন।
অভিনেত্রী শ্রিয়া সারন ২০১৮-র মার্চে তাঁর রুশ প্রেমিত অ্যান্দ্রেই কোসচিভকে বিয়ে করেন। পেশায় উদ্যোগপতি অ্যান্দ্রেই।
ইন্দো-কানাডীয় অভিনেত্রী লিজা রে ক্যালিফোর্নিয়ার ম্যানেজমেন্ট কনসালট্যান্ট জেসন ডেহনিকে বিয়ে করেন ২০১২-তে। দুজনের মধ্যে কানাডাতে প্রথমবার দেখা হয়েছিল।
টেলিভিশন অভিনেত্রী আশকা গোরাডিয়া ২০১৭-তে তাঁর মার্কিন প্রেমিক ব্রেন্ট গোবলকে বিয়ে করেন। আমেরিকার লাস ভেগাসে তাঁদের প্রথম দেখা হয়েছিল।
প্রীতি জিন্টা ২০১৬ তে লস অ্যাঞ্জেলেসের ফিনান্সিয়াল অ্যানালিস্ট জিন গুডএনাফকে বিয়ে করেন। দুজনের সান্টা মোনিকাতে দেখা হয়েছিল। বিয়ের আগে তাঁরা পাঁচ বছর ডেট করেছিলেন।
নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়ার প্রথম সাক্ষাত্ ২০১৭-তে নিউইয়র্কে মেট গালায়। সেখানে রেড কার্পেটে দুজনকে একসঙ্গে দেখা যায়। এরপর ২০১৮-র ডিসেম্বরে জোধপুরে বিয়ের আগে তাঁরা একে অপরের সঙ্গে ডেট করেন।
শুধু বলিউডই নয়, বেশ কয়েকজন টেলিভিশন অভিনেত্রীও বিদেশী ব্যক্তিকে জীবনসঙ্গী করেছেন। দেখে নেওয়া যাক, এই তালিকায় কারা রয়েছেন। সব ছবি-ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -