মুম্বই: বৃহস্পতিবার সারা দেশব্যাপী পালিত হল স্বাধীনতা দিবস। ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় পতাকা উত্তোলন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ঘোষণা করেছেন, ভারতীয় সামরিক পদে তৈরি হচ্ছে নতুন পদ, ‘চিফ অব ডিফেন্স স্টাফ’। এই পদাধিকারী নৌসেনা, বায়ুসেনা ও স্থলসেনার মধ্যে সমন্বয় তৈরি করবেন। দেশের ৭৩ তম স্বাধীনতা দিবসে অভিনন্দন জানিয়েছে বলিউডও। অমিতাভ বচ্চন, বরুণ ধবন, আমির খান, কঙ্গনা রানাওয়াত, তাপসী পান্নু, সিদ্ধার্থ মালহোত্র, কাজল, অজয় দেবগণ, শিল্পা, সোনক্ষীর মতো তারাকারা। বলিউড তারাদের একাধিক ট্যুইটে ভাসছে ট্যুইটার।
এক ঝলকে দেখে নিন সেলেবদের ট্যুইট-