গতকাল ৩০১ নম্বর একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন গেইল। তিনি এই ম্যাচে ৩০১ নম্বর জার্সি পরে খেলেন। ৪১ বলে আটটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কার সাহায্যে ৭২ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তিনি আউট হওয়ার পর শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলছেন ভেবে ভারতীয় ক্রিকেটাররা গিয়ে হাত মেলান। মাঠ ছাড়ার সময় ব্যাটের হ্যান্ডেলের উপর হেলমেট রাখেন গেইল। তিনি শূন্যে ব্যাট তুলে ধরেন। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর এই তারকা জানিয়ে দিলেন, তিনি আপাতত খেলে যাবেন। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে অবশ্য তাঁকে রাখেননি নির্বাচকরা। অবসর ঘোষণা করেননি, দাবি গেইলের
Web Desk, ABP Ananda | 15 Aug 2019 03:40 PM (IST)
গতকাল ৩০১ নম্বর একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন গেইল।
পোর্ট অফ স্পেন: বিশ্বকাপ চলাকালীন সাংবাদিক বৈঠকে ভারতের বিরুদ্ধে সিরিজের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন বলে ইঙ্গিত দিলেও, তৃতীয় একদিনের পর সে কথা অস্বীকার করলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। তাঁর দাবি, ‘আমি অবসরের বিষয়ে কোনও ঘোষণা করিনি।’