প্রাক্তন রিয়েলিটি স্টার ট্রাম্পের জয় খুব একটা ভালো চোখে দেখছেন না তাঁরা।
কবীর খানের ট্যুইট, আইনস্টাইনের একটা উদ্ধৃতি এখনও প্রাসঙ্গিক-দুটি জিনিস অনন্তকালের, একটা মহাবিশ্ব, অন্যটি মানুষের বোকামি। দুটির মধ্যে আমি আগেরটির ব্যাপারে অবশ্য নিশ্চিত নই।
সুরকার জাভেদ আখতার লিখেছেন, ‘ট্রাম্পের মতো নেতা আর হীনতা সমার্থক। তিনি আমাদের বলেন, অপরাধবোধে ভোগার দরকার নেই, তোমার মতো অনেক বিষাক্ত মানুষ রয়েছে’।
ট্যুইঙ্কল খান্না ডোনাল্ড ট্রাম্পকে ‘ডোনাল্ড ডাক’ বলে কটাক্ষ করেছেন।
আলিয়া ভট্ট বলেছেন, ‘এখন আগের চেয়ে অনেক বেশি উত্কন্ঠায় থাকতে হবে'।
রাধিকা আপ্তের প্রতিক্রিয়া, 'দুঃখজনক ও ভীতিপ্রদ..ভাবছি আমাদের জন্য কী অপেক্ষা করে রয়েছে...’।
হুমা কুরেশির প্রতিক্রিয়া, ‘হে আমেরিকাবাসী, অতিরিক্ত রিয়েলিটি শো দেখার পরিণতি ট্রাম্প’।
দিয়া মির্জা বিস্ময় প্রকাশ করে ট্যুইট করেছেন, ‘যে লোকটা জলবায়ূর পরিবর্তন বিষয়টা মানেন না, তিনিই এখন বিশ্বকে নেতৃত্ব দেবেন’!
সানি লিওন বলেছেন, ‘সবচেয়ে আশ্চর্যের ব্যাপার পুরো সরকারি ব্যবস্থাটাই লাল হয়ে গেল! যা চাইবেন তা করতে ট্রাম্পকে খুব একটা বাধার মুখে পড়তে হবে না’!
রাম গোপাল ভার্মার ট্যুইট, ‘ট্রাম্পের জয় থেকে একটা বড় শিক্ষা পাওয়া গেল যে, সমস্ত রাজনৈতিক শুদ্ধতাকে খুন করেও মহান রাজনৈতিক নেতা হওয়া যায়’।