ইসলামাবাদ: নিয়ন্ত্রণ রেখায় বিনা প্ররোচনায় গুলি চালানোর অভিযোগ তুলে প্রতিবাদ জানাতে ভারতীয় দূতকে ডেকে পাঠিয়েছিল পাকিস্তান। কিন্তু ভারতের ডেপুটি হাইকমিশনার সেখানে সাফ জানিয়ে দিয়েছেন, জঙ্গিদের অনুপ্রবেশে মদত দিতে পাকিস্তানই সীমান্তে বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে। এর তীব্র প্রতিবাদ করেছেন ভারতের ডেপুটি হাই কমিশনার জে পি সিংহ।


উল্লেখ্য, এই নিয়ে ভারতের ডেপুটি হাই কমিশনারকে গত দুই সপ্তাহের মধ্যে ছয়বার তলব করল পাকিস্তান।

পাক বিদেশ মন্ত্রক (এফও) জানিয়েছে, দক্ষিণ এশিয়া ও সার্ক বিষয়ক ডিরেক্টর জেনারেল মহম্মদ ফয়সল  গত ৮ নভেম্বর নিয়ন্ত্রণ রেখায় খুইরাতা ও বাট্টাল সেক্টরে ‘ভারতীয় বাহিনীর বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘনের’ ঘটনার প্রতিবাদ জানাতে ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব করেন।

এফও-র অভিযোগ, ভারতের যু্দ্ধবিরতি লঙ্ঘনের ফলে পাকিস্তানের একটি মহিলা ও শিশু সহ চারজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এবং সাতজন জখম হয়েছে।

কিন্তু এফও-তে জে পি সিংহ পাক রেঞ্জার্সের গুলি চালানোর তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের ‘কভার’ করতেই এভাবে বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে পাকিস্তান।

ভারতের ডেপুটি হাই কমিশনার আরও বলেন, পাকিস্তানের যুদ্ধবিরতি ভেঙে গুলি চালনার ফলে ভারতের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষেরও প্রাণহানি ঘটছে।

এদিকে, নয়াদিল্লিতে পাক ডেপুটি হাই কমিশনারকে তলব করে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের প্রতি আচরণের তীব্র নিন্দা করা হয়েছে। ভারত পাকিস্তানকে স্পষ্টভাবে বলেছে, যে ভাবে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় দূতাবাসের  ৮ আধিকারিককে ‘চর’ তকমা দিয়ে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়েছে তা তাঁদের নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে বিপজ্জনক। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরুপ এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, দূতাবাসের আধিকারিকদের প্রতি যে আচরণ পাকিস্তান করেছে তা কূটনৈতিক রীতিনীতি ও শিষ্টাচারের পরিপন্থী। ভবিষ্যতে এ ধরনের আচরণ করা থেকে বিরত থাকতে এবং ভারতীয় হাই কমিশনের সমস্ত সদস্যদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতেও বলা হয়েছে পাকিস্তানকে।

একইসঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ভারতের উদ্বেগের কথা পাক ডেপুটি হাই কমিশনারকে জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, নওশেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে পাকিস্তানের শেল বর্ষণে আহত এক সেনা জওয়ানের গতকাল রাতে মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আরও চার জওয়ান জখম হয়েছিলেন।

এক পদস্থ সেনা আধিকারিক জানিয়েছেন, পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় জখম এক জওয়ানের হাসপাতালে মৃত্যু হয়েছে।

এর আগে গতকাল রাজৌরি জেলার নওশেরা সেক্টরেই পাক বাহিনী ভারতীয় বাহিনীর চৌকি ও অসামরিক এলাকা লক্ষ্য করে শেল ছুঁড়েছিল। শেলের আঘাতে এক সেনা জওয়ান শহিদ হন। দুই জওয়ান জখম হন। এর জবাবে তিনটি পাকিস্তানি পোস্ট গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বাহিনী।

এছাড়াও গতকাল পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি এলাকাতেও দুপুরে গুলি ছুঁড়েছিল পাকিস্তান।

সার্জিক্যাল স্ট্রাইকের পর জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় প্রায় ১০০ বারেরও বেশি যুদ্ধবিরতি ভেঙেছে পাকিস্তান।