রিও দি জেনেইরো:  ঘুচল রিও অলিম্পিক্সে ভারতের মেডেল খরা। শেষরাতে ভারতের অলিম্পিক্সের আকাশে পদকের সূর্যোদয়। ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জ জয় সাক্ষী মালিকের। হারালেন কিরঘিজিস্তানের প্রতিদ্বন্দ্বীকে।
সাক্ষীর এই জয়ে উচ্ছ্বসিত গোটা দেশ, সঙ্গে বলিউডও। সাক্ষীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটমহল থেকে শুরু করে গোটা বলিউড।


অলিম্পিকের ময়দানে শেষ তিরিশ সেকেন্ডে বাজিমাত করেন সাক্ষী। ০-৫ পয়েন্টে পিছিয়ে থাকা সাক্ষী লড়াই করে জিতলেন ৮-৫-এ। শেষ পয়েন্ট নিয়ে নাটকীয় মুহূর্ত। কিরঘিজিস্তানের পক্ষ থেকে চাওয়া হয় রেফারেল। ভারতের পক্ষে রায় হয়।

রিওর বুকে ইতিহাস গড়ার পরই শুভেচ্ছাবার্তায় ভরে যান সাক্ষী মালিক। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন হরিয়ানার তরুণী। আজ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, ক্রিকেট দুনিয়ার অধীশ্বর সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বীরেন্দ্র সহবাগ এবং বলিউডের সমস্ত তারকা-মহাতারকারা। বলিউডের তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, আমির খান, কর্ণ জোহর, অজয় দেবগন, শাহিদ কপূররা।

২৩ বছরের সাক্ষী অলিম্পিকের আগে ২০১৪-য় গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে রূপো জিতেছেন। একই বছরে ইনচিওন এশিয়ান গেমসে সাক্ষী পেয়েছেন ব্রোঞ্জ পদক। সামাজিক বাধা-বিঘ্ন উপেক্ষা করে মাত্র ৯ বছর বয়সে কুস্তির অনুশীলন শুরু করেন সাক্ষী।১২ বছর ধরে কঠোর পরিশ্রমের পর সেই মেয়ের হাত ধরেই রিও-র বুকে আজ তৈরি হল নয়া রূপকথা।

একনজরে দেখে নেওয়া যাক কে কে শুভেচ্ছা জানালেন সাক্ষীকে