কলকাতা: বলিউডে তাঁর সফর শুরু হয়েছিল ১৯৭৩ সালে 'ববি' সিনেমার হাত ধরে। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। এখনও একের পর এক সিনেমা-সিরিজে তাঁর অভিনয় মুগ্ধ করে দর্শককে। কথা বলছি অভিনেত্রী ডিম্পল কপাডিয়ার (Dimple Kapadia)। অল্প বয়স থেকেই একজন অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। মাত্র ১৪ বছর বয়েসে রাজ কপূরের 'ববি' ছবিতে অভিনয় করে নজরে আসেন তিনি। কিন্তু অভিনেত্রীর (Dimple Kapadia) ব্য়ক্তিগত জীবন ছিল ঘটনাবহুল। ডিম্পল কপাডিয়ার (Dimple Kapadia) বিয়ে করেছিলেন প্রখ্য়াত অভিনেতা রাজেশ খান্নাকে (Rajesh Khanna)। কিন্তু নয় বছর পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এতটুকু সকলেরই জানা।
ডিম্পল কপাডিয়া (Dimple Kapadia)'ববি' এবং 'সাগর' দুটি শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। পরবর্তী দশকে তার কাজের মাধ্যমে, তিনি নিজেকে হিন্দি সিনেমার অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন। রাজের খান্নার থেকে আলাদা হওয়ার পর অভিনেত্রী তাঁর দুই মেয়েকে নিয়ে বাবা-মায়ের বাড়িতে ফিরে আসেন, এবং আবার অভিনয়ে ফিরে আসেন।
আরও পড়ুন...
মস্তিষ্কখেকো অ্যামিবার সংক্রমণ, প্রাণ হারাল কেরলের কিশোর, আপনি সাবধান তো?
তবে অভিনেত্রীর (Dimple Kapadia) জীবনের অন্য় এক দিকের কথা অনেকেই হয়তো জানেন না। ডিম্পল কপাডিয়ার বোন সিম্পল কপাডিয়াও (Simple Kapadia) বলিউডে কাজ করতে এসেছিলেন। ১৯৭৭ সালে রাজেশ খান্নার (Rajesh Khanna) সঙ্গেই একটি ছবিতে কাজের সুযোগ পান তিনি। কিন্তু বিটাউনে তাঁর সফর সুমধুর ছিল না। অচিরেই রূপোলি পর্দা থেকে সরে আসেন তিনি। পরে ফ্য়াশান ডিজাইনার হিসেবে কাজ শুরু করেছিলেন সিম্পল কপাডিয়া (Simple Kapadia)। কিন্তু এরপরই তাঁর ক্য়ান্সার ধরা পড়ে। ক্য়ান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই চলে অভিনেত্রীর (Simple Kapadia)। অবশেষে তিনি মৃত্য়ু কোলে ঢলে পড়েন। সিম্পল কপাডিয়ার এক ছেলে আছে। যায় নাম করণ কপাডিয়া।
প্রসঙ্গত, সম্প্রতি ডিম্পল কাপাডিয়াকে (Dimple Kapadia) শাহরুখ খান-অভিনীত 'পাঠান' (Pathan) -এ দেখা গিয়েছিল। যেখানে তিনি একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি রণবীর কপুরের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন 'তু ঝুঠি ম্য়ায় মক্কার' ছবিতে (Tu Juthi Mai Makkar)।
আরও পড়ুন...
মানি প্ল্যান্ট থাকলেও আর্থিক সমৃদ্ধি আসবে না বাড়িতে, যদি করেন এই ভুলগুলি !
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন