কলকাতা: রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' নিয়ে দর্শকের উন্মাদনার পারদ ঊর্দ্ধমুখী। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে কাজ করছেন শাহরুখ খান ও তাপসী পান্নু। আর এবার প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। জানা যাচ্ছে, ওটিটির জন্য়  ১৫৫ কোটি টাকায় ইতিমধ্য়েই বিক্রি হয়েছে এই ছবির সত্ত্ব।  এখনও 'ডাঙ্কি' ছবির পোস্টারও প্রকাশ্যে আসেনি। কেবল রাজকুমার হিরানির সঙ্গে কিং খানের প্রথম ছবির ঘোষণা হয়েছিল একটি মজার টিজারের মাধ্যমে। 


সকল বলিউডপ্রেমীই জানেন, শাহরুখ খানের ছোঁয়ায় জাদু আছে। যে সিনেমাই তিনি হাতে নেন, তাই সোনা ফলায় বক্স অফিসে। 'পাঠান' ছবির অভাবনীয় সাফল্যের পর সেই ভাবনা আরও পোক্ত হয়েছে প্রযোজকদের। আর সেই নিরিখে আগামী ছবির চাহিদাও যে আকাশ ছোঁয়া হবে তা বলাই বাহুল্য। 


বলিউড সূত্রে খবর, জিও সিনেমায় মুক্তি পেতে চলেছে এই ছবি। 


প্রসঙ্গত, 'ডাঙ্কি' ছবিতে আর্মি অফিসারের চরিত্রে দেখা যাবে বাদশাহকে। ঘনিষ্ঠ সূত্রে খবর, অভিনেতা 'ফের ওই ইউনিফর্ম' পরতে খুবই উত্তেজিত। ছবির অ্যানাউন্সমেন্ট টিজারেও আর্মি লুকের ঝলক ছিল। এর আগে শাহরুখকে 'ফৌজি', 'যব তক হ্যায় জান', 'ম্যায় হুঁ না' ছবিতে আর্মি অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল। 


আরও পড়ুন...


মস্তিষ্কখেকো অ্যামিবার সংক্রমণ, প্রাণ হারাল কেরলের কিশোর, আপনি সাবধান তো?


এই বছরের শুরুতে মুক্তি পেয়েছে 'পাঠান'। এই ছবির হাত ধরে প্রায় চার বছর পর বড়পর্দায় ফিরলেন কিং খান। তাঁর শেষ ছবি 'জিরো' বিশেষ সাফল্য লাভ করতে পারেনি বক্স অফিসে। কিন্তু সেই দুঃখ ভুলিয়েছে 'পাঠান'। বিপুল ব্যবসার সঙ্গে একের পর এক রেকর্ড ভাঙতে থাকে এই ছবি। এরপর ২ জুন মুক্তি পাবে এই বছরে শাহরুখের দ্বিতীয় ছবি 'জওয়ান'। তারপর বড়দিনের আবহে মুক্তি পাবে 'ডাঙ্কি'। 


উল্লেখ্য়, রাজকুমার হিরানির পরিচালনায় এই প্রথম কাজ করছেন কিং খান। বিপরীতে তাপসী পন্নু (Taapsee Pannu)। প্রসঙ্গত, কিছুদিন আগে বিতর্কে জড়িয়েছিলেন তাপসী পান্নু। হিন্দু ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠেছিল বলিউড তারকার (Bollywood Star) বিরুদ্ধে। দক্ষিণ পন্থী এক দল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইনদওরে (Indore) অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। এক পুলিশ আধিকারিকের কথায় মুম্বইয়ের ফ্যাশন শোয়ে (Fashion Show) তাপসী পান্নু যে পোশাক পরেছিলেন তা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। এক ফ্যাশন শোয়ে তাপসী পান্নুকে চটকদার এক পোশাকের সঙ্গে লক্ষ্মী দেবীর মূর্তি সম্বলিত গয়না পরতে দেখা গেছিল। তা নিয়েই চটেছিলেন হিন্দুদের একাংশ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial