মুম্বই: ড্রাগ-তদন্তে এবার উঠে এল বলিউডের তিন নামী অভিনেতার নাম। তাঁদের সমন করা হবে বলেও NCB সূত্রে খবর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ড্রাগ-কানেকশনের তদন্তে ইতিমধ্যেই দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কপূরের মতো অভিনেত্রীদের জিজ্ঞাসাবাদ করেছে NCB। সূত্রের খবর, ড্রাগ-তদন্তে যে তিন অভিনেতার যোগ মিলেছে, তাঁদের নামের শুরু S, R এবং A।
কারা এই তিন অভিনেতা? যাদের নামের শুরুটা S, R এবং A দিয়ে? জল্পনায় উঠে আসছে অনেক নামই। NCB সূত্রে দাবি, এই তিন সুপারস্টারই কাজ করেছেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে। কিন্তু, তাঁরা কখনও সারা আলি খানের সঙ্গে কাজ করেননি।
ড্রাগ-যোগে ধৃত করণ জোহরের সংস্থার প্রাক্তন এক্সিকিউটিভ প্রোডিউসার ক্ষিতিজ রবি প্রসাদ ও এক মাদক কারবারীকে জেরায় এই তিন বলিউড সুপারস্টারের নাম উঠে এসেছে বলে এনসিবি সূত্রে দাবি।
কারা তারা? সারা-দীপিকা-শ্রদ্ধার পর এনসিবি নজরে তিন মেগাস্টার, নাম শুরু S-R-A দিয়ে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Sep 2020 09:34 AM (IST)
কারা এই তিন অভিনেতা? যাদের নামের শুরুটা S, R এবং A দিয়ে? জল্পনায় উঠে আসছে অনেক নামই। NCB সূত্রে দাবি, এই তিন সুপারস্টারই কাজ করেছেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -