মুম্বই: সুশান্ত মৃত্যু মামলায় এখন একযোগে তদন্ত চালাচ্ছে সিবিআই, এনসিবি ও ইডি। বলিউডের মাদকযোগের তদন্ত করতে দিয়ে একের পর এক প্রথম সারির তারকাদের নাম উঠে আসছে। গ্রেফতার করা হয়েছে রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে। মাদক তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ক্ষিতীজ আর প্রসাদকে ৩ অক্টোবর পর্যন্ত হেফাজতে নিল এনসিবি।
আদালতের কাছে এদিন ৯ দিন হেফাজতের আর্জি জানিয়েছিল নার্কোটিক্স কন্ট্রোল ব্য়ুরো। ৬ দিন হেফাজতের অনুমতি দেয় আদালত। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা মাদক রাখার সমস্ত অভিযোগই খারিজ করেছেন ক্ষিতীজ।
সূত্রের খবর, ক্ষিতীজকে আরও জেরা করে ধর্ম প্রোডাকশনের কর্তাদের বিষয়ে জানার চেষ্টা করতে পারে এনসিবি আধিকারিকরা। প্রসঙ্গত, তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছিল দিনকয়েক আগেই। তারপরেই তাঁকে আটক করা হয়। অবশেষে দীর্ঘ জেরার পর গতকাল তাঁকে গ্রেফতার করা হয়। যদিও ক্ষিতীজকে তুলে নিয়ে যাওয়ার পরে গত ২৫ সেপ্টেম্বর একটি বিবৃতি দেন প্রযোজক করণ জোহর।
সেখানে তিনি জানিয়েছিলেন, তাঁর সংস্থার শাখা ধর্মাটিক এনটারটেনমেন্টের সঙ্গে একটি প্রজেক্টের জন্য যুক্ত ছিল। সেখানে চুক্তির ভিত্তিতে এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে কাজ করছিলেন ক্ষিতীজ। তবে পরে সেই কাজটি হয়নি বলে ক্ষিতীজের সঙ্গে চুক্তি শেষ করে দেওয়া হয়। একই সঙ্গে তিনি ২০১৯ সালে আয়োজন করা বিতর্কিত পার্টি নিয়েও সাফাই দিয়েছিলেন।
মাদকযোগে আগেই গ্রেফতার হওয়া অনুজ কেশওয়ানি ও সঙ্কেত পটেলের সঙ্গে ক্ষিতীজের যোগাযোগ ছিল বলে খবর এনসিবি সূত্রে।
মাদক তদন্তে ক্ষিতীজ আর প্রসাদকে ৩ অক্টোবর পর্যন্ত হেফাজতে নিল এনসিবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Sep 2020 10:09 PM (IST)
মাদক তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ক্ষিতীজ আর প্রসাদকে ৩ অক্টোবর পর্যন্ত হেফাজতে নিল এনসিবি।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -