নয়াদিল্লি: নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় থাকলে ভারত, পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ সম্ভব নয় বলে জানিয়ে দিলেন শাহিদ আফ্রিদি। প্রাক্তন পাকিস্তানি ক্রিকেট অধিনায়ক নিজের দেশের সরকারের পাশে দাঁড়িয়েছেন। তাঁকে উদ্ধৃত করে আরব নিউজ বলেছে, পাকিস্তান সরকার সবসময়ই তৈরি, কিন্তু ভারতে বর্তমানে যে সরকার ক্ষমতায় , তাদের আমলে ভারত-পাক ক্রিকেট সিরিজ পুনরায় চালু হওয়ার কোনও আশাই নেই। মোদি ক্ষমতায় থাকলে এমনটা হওয়ার সম্ভাবনা দেখছি না।
আইপিএল খেলতে না পারায় পাকিস্তানি ক্রিকেটাররা একটা বড় সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলেও মনে করেন যখন তখন হুটহাট মন্তব্য় করে শিরোনামে আসা আফ্রিদি। আইপিএলের মতো টি-২০ প্রতিযোগিতায় বড় অঙ্কের অর্থ যেমন মেলে, তেমনই এটা বিশ্ব ক্রিকেটের খুব বড় ব্র্যান্ডও। আফ্রিদি বলেছেন, আমি জানি, বিশ্ব ক্রিকেটে আইপিএল খুবই বড় ব্র্যান্ড, বাবর আজম বা আরও অন্য় পাকিস্তানি ক্রিকেটারদের কাছে ভারতে গিয়ে চাপের মুখে খেলার, ড্রেসিং রুম শেয়ার করার একটা বিরাট চমত্কার সুযোগ এটা। তাই আমার মতে, পাকিস্তানি ক্রিকেটাররা একটা বড় সুযোগ মিস করছে।
তবে পাকিস্তানের চেয়েও ভারতে তিনি বেশি ভালবাসা পান কিনা, প্রশ্ন করা হলে আফ্রিদি বলেন, এ ব্য়াপারে কোনও সংশয়ই নেই, ভারতে ক্রিকেট খেলে আনন্দ পেয়েছি। ভারতের জনগণের কাছ থেকে যে ভালবাসা, সম্মান পেয়েছি, সবসময় তার প্রশংসা করি। এখনও সোস্য়াল মিডিয়ায় কিছু বললে ভারত থেকে প্রচুর বার্তা পাই, অনেককে জবাবও দিই। ভারত সম্পর্কে আমার সামগ্রিক অভিজ্ঞতা চমত্কার। এটা আমার বিশ্বাস।
২০০৮ এ আইপিএলের প্রথম সংস্করণে শাহিদ আফ্রিদি, শোয়েইব আখতার, মিসবা উল হক, ইউনিস খান, কামরান আকমলের মতো পাকিস্তানি তারকারা ছিলেন। কিন্তু সে বছরই ২৬/১১ মুম্বই সন্ত্রাসবাদী হামলার পর ছবিটা বদলে যায়। আজমল কসাব বাহিনীর হামলায় ভারতের অর্থনৈতিক রাজধানী রক্তাক্ত হওয়ার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক চরম ক্ষতিগ্রস্ত হয়। সেই থেকে পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি হয়। দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজও বন্ধ রয়েছে সেই থেকে। যদিও আইসিসি পরিচালিত আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান খেলে।