নয়াদিল্লি: সম্প্রতি জম্মুর (Jammu) বৈষ্ণোদেবী মন্দিরে (Vaishno Devi temple) দেখা গেল বাদশাহ শাহরুখ খানকে (Shah Rukh Khan)। এই মাসের শুরুর দিকেই মক্কায় (Mecca) দেখা গিয়েছিল তাঁকে। দুই তীর্থস্থানেই তাঁর ছবি ও ভিডিও এখন ভাইরাল।
বৈষ্ণোদেবী মন্দিরে শাহরুখ খান
সামনেই একগুচ্ছ ছবির মুক্তি রয়েছে শাহরুখের। আজ মুক্তি পেয়েছে তাঁর 'পাঠান' (Pathaan) ছবির প্রথম গান 'বেশরম রং' (Besharam Rang)। ছবি মুক্তির কয়েক সপ্তাহ আগে তাঁকে দেখা যাচ্ছে একাধিক তীর্থস্থানে।
জম্মুর বৈষ্ণোদেবীতে হাজির হলেন শাহরুখ খান। নিরাপত্তার কঠিন ঘেরাটোপে প্রবেশ করেন। অনুরাগীদের ক্যামেরাবন্দি হলেন। সেই ভিডিওই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, এই মাসের শুরুর দিকে অভিনেতা উমরাহ্ করতে গিয়েছিলেন মক্কায়। সাদা পোশাকে নিরাপত্তারক্ষীদের মাঝে ক্যামেরাবন্দি হন। সৌদি আরবে সম্প্রতি শ্যুটিং শেষ করেছেন তিনি। সেই সময়েই গিয়েছিলেন তীর্থস্থানে।
আরও পড়ুন: Happy Birthday Rajinikanth: 'থালাইভা'র জন্মদিন! রজনীকান্ত সম্পর্কে ১০ আকর্ষণীয় তথ্য
উল্লেখ্য, প্রায় পাঁচ বছর পর ফের নিজের সিনেমা নিয়ে বড়পর্দায় ফিরছেন কিং খান। শেষ তাঁকে দেখা গিয়েছিল ২০১৮ সালের 'জিরো' ছবিতে। বক্স অফিসে বিশেষ সাফল্য লাভ করতে পারেনি সেই ছবি। তারপর একাধিক ছবিতে ক্যামিও করলেও পূর্ণদৈর্ঘ্যের ছবি মুক্তি হয়নি। ২০২৩ শাহরুখের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 'পাঠান', 'জওয়ান' ও 'ডাঙ্কি', তিনটি ছবিই আগামী বছর মুক্তি পেতে চলেছে। দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত 'পাঠান' মুক্তি পাচ্ছে ২৫ জানুয়ারি।