সুনীত হালদার, হাওড়া : সামনেই পঞ্চায়েত ভোট। তারিখ ঘোষণা না হলেও চলছে জোরকদমে প্রস্তুতি। আর যতই প়ঞ্চায়েত ভোট এগিয়ে আসছে জেলায় জেলায় শাসকদলের অন্তর্কলহের অভিযোগ উঠছে।
এবার শাসক দলের অন্দরের কোন্দল প্রকাশ্যে এল হাওড়ায়। তৃণমূলের পুরনো কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না, অভিযোগে হাওড়ায় ধুন্ধুমার পরিস্থিতি। ব্লক সভাপতির ঘনিষ্ঠদের বিরুদ্ধে মাফিয়া রাজ চালানোর অভিযোগ উঠেছে হাওড়ার ডোমজুড়ে। ব্লক সভাপতির উপস্থিতিতে ডোমজুড়ে দু'দল তৃণমূল কর্মীর মধ্যে মারপিট বেঁধে যায়। মহিলা কর্মীদের মধ্যে হুড়োহুড়ি, আতঙ্কেপ পরিস্থিতি তৈরি হয়। এই নিয়ে স্বাভাবিকভাবে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুন :
শীতের অনুভূতি উধাও, এখনও তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি
২০২১ । সময়টা বিধানসভা নির্বাচনের ( West Bengal Assembly Poll ) প্রাক্কাল। একটা সময় সকাল-বিকেল একের পর এক তৃণমূল ( TMC ) নেতার গলায় শোনা যাচ্ছিল বেসুরো বচন। পার্টি নিয়ে অনেক ক্ষোভ বিক্ষোভ উঠে আসছিল। লেগেছিল দলবদলের হিড়িক। যদিও বিপুল জয় নিয়ে পার্টির ক্ষমতায় ফেরার পর ছবিটা আমূল বদলেছে। সামনে পঞ্চায়েত ভোট ( Panchayet poll ) । পঞ্চায়েত ভোটের আগে দলকে চাঙ্গা করতে যখন জেলায় জেলায় ঘুরছেন দলের হেভিওয়েট নেতারা, তখন এই ধরনের ঘটনা কী ইঙ্গিত দিচ্ছে?
এর আগে ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। পঞ্চায়েত ভোটের আগে ফেসবুক পোস্ট করেন রাজ্য তৃণমূলের সহসভাপতি। লেখেন , ‘দলের পুরনো কর্মীরা ভাল নেই’। উত্তরবঙ্গের এই হেভিওয়েট নেতার পেজে এমন পোস্টে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কি পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারে দলের অন্দরে সিঁধ কেটে ঢুকে পড়েছে অন্তর্কলহ?
আরও পড়ুন :
'তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না' লক আপে ঢোকার আগে বার্তা পার্থর
এরই মধ্যে কামারহাটিতে তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগে তৃণমূল কাউন্সিলরের অনুগামীকে গ্রেফতার করল পুলিশ। কাউন্সিলর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন আক্রান্তের ভাই। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাসকদলের কাউন্সিলর। ধৃত গুলাম জাফর কামারহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসানা খাতুনের ঘনিষ্ঠ বলে পরিচিত। এই ঘটনায় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কামারহাটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাসকদলের কাউন্সিলর।