মুম্বই: অনুরাগ কশ্যপ (Anurag Kashyap) ও অভয় দেওলের (Abhay Deol) বাক্যবাণ চরমে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে গ্যাংস অব ওয়াসিপুরের পরিচালক অুরাগ কাশ্যপকে মিথ্যেবাদী বলে অভিযোগ তুলেছিলেন জিন্দেগি না মিলেগি দোবারা-র অভিনেতা অভয় দেওল। উত্তরে, প্রয়োজনের ক্ষমা চেয়ে নেওয়ার কথাও জানিয়েছিলেন বিখ্যাত এই পরিচালক। তবে ইতিমধ্যেই 'দেব ডি' নিয়ে অনুরাগের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আরও একবার জানিয়েছেন অভয় দেওল। মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবদাসকে আধুনিকরণ করে ফ্রেমে তুলে ধরেছিলেন অনুরাগ কশ্যপ। আর সেই ছবিতে অনুরাগের পরিচালনায় কাজ করেই 'কোনও ভূমিকাই নেই' বলে বিস্ফোরক দাবি অভয় দেওলের।
বছরটা ২০০৯। তখনও গ্যাংস অব ওয়াসিপুর, রমন রাঘব ২.০ মুক্তি পায়নি। ভারতীয় সিনেমা বলা যায় ততদিনে একটা অন্য ঘরানার ছবির স্বাদ এনে দিয়েছেন অনুরাগ কশ্যপ। ২০০৯ সালেই মুক্তি পেয়েছিল দেব ডি। সারা দেশে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস নিয়ে এই প্রথমবার ছবি তৈরি হয়নি। দিলীপ কুমারের সাদা কালোর ফ্রেম থেকে ২০০২ সালে শাহরুখের রঙিন ফ্রেমে দেবদাসও দেখেছে সারা দেশ। তবে তারও ৭ বছর পর অনুরাগ একেবারেই অন্য আঙ্গিকেই এই গল্পকে ফ্রেমে দেখিয়েছিলেন। এই ছবি হিট এনেছিল। অনুরাগের এই ছবি থেকে অভয় বেশ নামও করেছিলেন। ছবিতে ছিলেন কল্কি। তবে সেসব এখন ফিকে, বরং সেই অনুরাগের ভূমিকাই মানতে নারাজ অভয় দেওল।
আরও পড়ুন, 'গদর ২'-র শ্যুটিংয়ের মাঝে খোশমেজাজে সানি ও আমিশা
অভিনেতার সঙ্গে কীভাবে চু্ক্তি রাখা উচিত, পরিচালকের জানা উচিত কথা প্রসঙ্গে, অভয় দেওল বলেন, দেব ডি-তে কোনও ভূমিকাই ছিল না অনুরাগ কাশ্যপের। উনি কিছুই তেমন বলেননি। আমায় পরিচালনা করেননি। এরপরেই আমার মধ্যে ওই চরিত্র নিয়ে আইডিয়া আসে বলে দাবি করেন অভয় দেওল। যদিও এই ইস্যুত্যে ইতিমধ্যেই তরজা তুঙ্গে। তবে গ্যাংস অব ওয়াসিপুর-র একটি সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ নিজেই জানিয়েছিলেন, অভিনেতা, অভিনেত্রীদের অভিনয় করার সময় স্বাধীনতা দেওয়া উচিত। অভিনেতার তাতে সাবলীলতা বজায় থাকে, কিছু যদি নিজের করার থাকে, তা ফ্রেমে উঠে আসে। এটা বলে তিনি বলেন, 'আমি এই ছবি অনেক দৃশ্যেই পুরোটা কী করতে হবে বলিনি অভিনেতাকে। ' তবে এরপরেই উঠে আসে গ্যাংস অব ওয়াসিপুর-র এক অভিনেতার কথা। তিনি বলেন, আমি পুরোটা করার পর , কাট বলেননি পরিচালক। কিছুটা সময় পরে তিনি তা বলেছেন। আর এখানেই সৃষ্টিশীলতা আর স্বাধীনতা অনুরাগের পরিচালনায়।