নয়াদিল্লি: বিনোদন দুনিয়া (Entertainment Industry)। বাইরে থেকে দেখতে ঝাঁ চকচকে, স্বপ্নের মতো। অনেক সাধারণ মানুষের মতেই যাঁরা এই সমস্ত তারকাদের বাড়িতে জন্ম নেন (star kids), এবং তারপর ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন, তাঁদের পথ অনেকটাই মসৃণ। নেপোটিজম (nepotism) বা যাকে বলে স্বজনপোষণ, সেই 'বিশেষ সুবিধা'র অভিযোগও প্রায়ই শোনা যায়। নানা সময়েই নানা তারকা সন্তানদের নিশানা করা হয়। কিন্তু জানেন কি, তারকার পুত্র বা সন্তান হওয়া মানেই সিনেমায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুযোগ সকলেই পান না। এমন একাধিক তারকা সন্তান আছেন, যাঁরা অডিশন দিতে গিয়ে বারবার ব্যর্থ (unsuccessful audition) হয়েছেন। কিন্তু তাঁরা হাল ছাড়েননি, এবং আজ তাঁরাই বিনোদন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখেদের অন্যতম। কে কে রয়েছেন এই তালিকায়?
বরুণ ধবন (Varun Dhawan)
আপাতত বরুণ ধবনের হাতে একাধিক প্রজেক্ট। কাজ করছেন নিজের বাবার পরিচালনায় একটি ছবিতেও। তিনি তারকা পরিচালক ডেভিড ধবনের ছেলে। বলিউডে ডেবিউ করেছিলেন কর্ণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির হাত ধরে। এক সাক্ষাৎকারে তিনি জানান যে 'ধোবি ঘাট' ও 'লাইফ অফ পাই' ছবির জন্য অডিশন দিয়েছিলেন বরুণ। কিন্তু সাফল্য পাননি। এরপর তাঁকে কিছু বিজ্ঞাপনের কাজ দেওয়া হয়।
জাহ্নবী কপূর (Janhvi Kapoor)
প্রয়াত তারকা অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কপূরের বড় মেয়ে জাহ্নবী। বলিউডের এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ধর্ম প্রোডাকশনের কাজের জন্য অডিশন দিয়েছিলেন। কিন্তু বাদ পড়েন। কর্ণ জোহরের সহযোগিতায় এক ছবির অডিশনেও বাদ পড়েন। অবশেষে এখন তিনি বরুণ ধবনের সঙ্গে ওই প্রযোজনা সংস্থার জন্য ছবির শ্যুটিং সারছেন।
শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor)
'স্ত্রী' অভিনেত্রীও অডিশনে ব্যর্থ হয়েছিলেন। শক্তি কপূরের মেয়ে ২০১০ সালে 'তিন পত্তি' ছবিতে ডেবিউ করেই সাফল্য পান। তিনি সঞ্জয় লীলা ভনশালীর ছবির জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু যখন তিনি জানতে পারেন যে অডিশনে ব্যর্থ হয়েছেন, ভেঙে পড়েছিলেন।
জুনেইদ খান (Junaid Khan)
বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খানের ছেলে জুনেইদ। তারকা সন্তানদের তালিকায় নতুন সংযোজন। 'মহারাজ'-এ নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। 'লাল সিংহ চাড্ডা' ছবির অডিশনে তিনি বাদ পড়েন। কিন্তু সেই অডিশনের ক্লিপ দেখেই 'মহারাজ' পরিচালক সিদ্ধার্থ মলহোত্র তাঁকে নিজের ছবিতে কাস্ট করেন।
অনন্যা পাণ্ডে (Ananya Panday)
চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা। একাধিক কাজের মধ্যে ২০২৩ সালে মুক্তি পাওয়া 'খো গয়ে হম কাহাঁ' সবচেয়ে বেশি প্রশংসিত। তাঁর প্রথম সিনেমার অডিশন ছিল 'আলাদিন'-এর জন্য। কিন্তু তাঁকে প্রযোজকেরা গান গাইতে বলেন। তিনি গাইতে পারেন না বলে সেই ছবি হাতছাড়া হয় বলে জানান অভিনেত্রী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।