১ বছরও ঘুরল না, বিবাহবিচ্ছেদের পথে এই তারকা জুটি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Apr 2020 03:34 PM (IST)
1
তবে বিচ্ছেদের কারণ নিয়ে এখনও মুখ খোলেননি দুজনের কেউই। সব ছবি সোশ্যাল মিডিয়া সূত্রে
2
ইদানীং বব্বর পরিবারের অনুষ্ঠানেও দেখা যায়নি সানায়াকে।
3
পেশায় লেখিকা, পরিচালক, এডিটর সানায়ার বাবা বিএসপির প্রথম সারির নেতা পবন সাগর। তিনি মায়াবতীর ঘনিষ্ঠও বটি।
4
প্রতীক তাঁর প্রোফাইল থেকে মুছে ফেলেছেন মধুচন্দ্রিমার ছবিও।
5
শোনা যাচ্ছে, বেশ কয়েক মাস ধরেই তাঁরা আলাদা থাকছেন। একে অপরকে ইনস্টাগ্রামেও আনফলো করেছেন।
6
এরপর ১ বছরও কাটেনি, সানায়া-প্রতীকের সম্পর্কে চিড়!
7
তারপর ২০১৯ এর জানুয়ারিতে সাত পাকে বাঁধা পড়েন সানায়া ও প্রতীক।
8
সেই সময় নানারকম সাহসী ছবিও সোস্যাল মিডিয়ায় প্রকাশ করতেন তাঁরা।
9
বিয়ের আগে ৮ বছরের সুদীর্ঘ প্রেম সানায়া সাগর ও প্রতীক বব্বরের।