মুম্বই: ৮৯ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মঞ্চে সঞ্চালকের ভুলে সেরা ছবির নাম ঘোষণা ঘিরে তুমুল বিভ্রান্তি। আর সেই দৃশ্য দেখে স্বাভাবিক ভাবেই সারা বিশ্বের সঙ্গে হতবাক বলিউডও। অস্কারের মঞ্চে এধরনের ভুল দেখে কার্যত স্তম্ভিত শাবানা আজমি, ফারহা খান, কর্ণ জোহরের মতো ব্যক্তিরা। অস্কারের ইতিহাসে এই ঘটনাকে ঐতিহাসিক ভুলের তকমা দেওয়া হয়েছে।

‘লা লা ল্যান্ড’ অস্কার মঞ্চ থেকে মোট ছটি পুরস্কার জিতে নিয়েছে। এরমধ্যে রয়েছে সেরা পরিচালক এবং শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপাও। এদিকে এতগুলো বিষয় সেরার শিরোপা পাওয়ার পর সকলেই আশা করেছিলেন সেরা ছবির মুকুটটিও উঠবে ‘লা লা ল্যান্ড’-ঝুলিতে। আর এই ভাবনার প্রভাব হয়তো ছিল সঞ্চালক ওয়্যারেন বিটি এবং ফে ডানাওয়ের মাথাতেও। সেইমতো সেরা ছবির নামও ঘোষণা করে দেন তাঁরা। ‘লা লা ল্যান্ড’-এর সদস্যরা উচ্ছসিত হয়ে পৌঁছে যান পুরস্কার মঞ্চে। শুরু করেন জয়ীর বক্তৃতাও। কিন্তু তখনই তাঁদের থামিয়ে অবাক করে বিটি ঘোষণা করেন ছোট্ট একটা ভুল হয়ে গেছে। সেরা ছবি হল ‘মুনলাইট’। আর এই দেখে সারা দুনিয়ার সঙ্গে স্তম্ভিত বলিউড তারকারাও।

শাবানা আজমি টুইট করেন,





টুইটে কর্ণ, সনু সুদ, ফারহাদের কটাক্ষ