কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের শেষ দুটি টেস্টের দলে জায়গা পাওয়ার লক্ষ্যে এবার ঘরোয়া ক্রিকেট খেলতে চাইছেন পেসার মহম্মদ শামি। বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফির গ্রুপ লিগের শেষ দুটি ম্যাচে খেলার বিষয়ে আশাবাদী শামি। তিনি বলেছেন, ‘আমি যদি পুরো ফিট হয়ে যাই এবং খেলার অবস্থায় থাকি, তাহলে চেন্নাইয়ে বাংলার হয়ে দুটো ম্যাচ খেলব।।’
গত নভেম্বরে মোহালিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের পর থেকেই হাঁটুর চোটের জন্য মাঠের বাইরে শামি। তিনি এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়ে ফিটনেস যাচাই করতে চাইছেন। দ্রুত ফিট হয়ে জাতীয় দলে ফেরাই শামির লক্ষ্য।
বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টের পর তৃতীয় ও চতুর্থ টেস্টের ভারতীয় দল বেছে নেওয়া হবে। ক্রিকেট মহলের খবর, ফিট হলে সেই দলে জায়গা পাবেন শামি।
ভারতীয় দলে ফেরার লক্ষ্যে বিজয় হাজারে ট্রফিতে খেলতে চান শামি
Web Desk, ABP Ananda
Updated at:
27 Feb 2017 09:43 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -