মুম্বই: বলিউডের ১ নম্বর কণ্ঠ। ছবি মুক্তির আগেই তাঁর একের পর এক গান নিয়মিত সুপারডুপার হিট। সেই অরিজিৎ সিংহ নিজেই জানিয়েছেন, অবসরের কথা ভাবছেন তিনি। সম্ভবত আগামী বছরই তিনি বলিউড ছাড়ছেন।


বলি ছবির শিল্পীদের দ্রুত ফুরিয়ে যাওয়া নিয়ে ২৯ বছরের অরিজিৎ বলেছেন, তিনি মনে করেন না, তাঁর সামনেও দীর্ঘ পথ রয়েছে। প্রতি ৫-৭ বছরে বলিউডে নতুন নতুন গলা উঠে এসে জনপ্রিয় গায়কদের পিছনের সারিতে ঠেলে দেয়। তাই হয়তো এটাই তাঁর শেষ বছর।

তবে একইসঙ্গে অরিজিৎ বলেছেন, হয়তো এই প্রবণতা বদলাতে পারবেন তিনি। যদি কিছু কিছু ব্যাপারে কঠোর পরিশ্রম করতে পারেন, তবে হয়তো তিনি গায়ক হিসেবে টিকে যাবেন। হয়তো তিনিই একমাত্র গায়ক হবেন যিনি সব ধরনের গান গাইতে পারেন।

২০০৫-এর জনপ্রিয় রিয়্যালিটি শো ফেম গুরুকুল থেকে অরিজিতের উত্থান। কিন্তু তাঁর পথ মোটেই গোলাপ ছড়ানো ছিল না, বরং কাঁটায় ভরা ছিল। সুরকার শঙ্কর-এহসান-লয় ও প্রীতমের সহকারী হিসেবে ৬ বছর কাজ করতে হয়। অবশেষে ২০১১-য় ‘মার্ডার ২’ ছবিতে তিনি গলা দেন তাঁর প্রথম বলিউডি গান ‘ফির মোহাব্বত’-এ। তারপর থেকে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি।