মুম্বই: লকডাউনের সময় থেকেই দুর্দশাগ্রস্তদের কাছে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ছেন সোনু সুদ। অভিনেতার সাহায্যে লাখ লাখ পরিযায়ী শ্রমিক ঘরে ফিরে গিয়েছেন। অন‍্য দেশে আটকে পড়া পড়ুয়াদেরও দেশে ফিরিয়েছেন নিজের খরচেই। এরপরও বহু অসহায় মানুষদের পাশে দাঁড়াতেও দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি তেলেঙ্গনার তিন অনাথ শিশুকে দত্তক নিলেন সোনু। এখানেই শেষ নয়। রাখিপূর্ণিমায় জলপাইগুড়ির এক গৃহহীন মহিলার বাড়ি ফের গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন সোনু।



সম্প্রতি ট্যুইটারে এক মহিলা সোনুর উদ্দেশে একটি ভিডিও পোস্ট করেন। বলেন, জলপাইগুড়ি নিবাসী এক মহিসা খুবই খারাপ অবস্থায় আছেন। স্বামীহীনা ওই মহিলার সন্তান প্রায় খেতে না পেয়ে দিন কাটাচ্ছে। ঝড়বৃষ্টিতে বাড়ি তছনছ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সোনুর সাহায্য চান ওই মহিলার জন্য।
সোনুও এই ভিডিও দেখে দ্রুত জানান, তিনি ওই মহিলার ছাদ ফিরিয়ে দেবেন। গৃহহীনা ওই মহিলাকে বোন বলে সম্বোধন করে অভিনেতা লেখেন, ওঁর বাড়ি সারিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।