নয়াদিল্লি: যে সংস্থা যতই করোনা টিকা বার করেছে বলে দাবি করুক, প্রকৃত কথা হল, করোনার বিরুদ্ধে লড়াইয়ে এখনও কোনও সাফল্য মেলেনি। কখনও যে মিলবে, তারও নিশ্চয়তা নেই। ভারত সহ করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলির প্রতি সতর্কতা জারি করে এই বার্তা দিল হু ওরফে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

হু প্রধান টেড্রস আধানম ঘেব্রেসিয়াস বলেছেন, করোনা যুদ্ধে এখনও কোনও রুপোলি রেখা দেখতে পাননি তাঁরা। তাই ক্ষতিগ্রস্ত দেশগুলিকে নিরাপত্তামূলক নিয়মকানুন কঠোরভাবে পালন করতে হবে, টিকা সম্পর্কে আশা নিয়ে বসে থাকার কোনও কারণ নেই। বেশ কিছু করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ঠিকই, তাঁদের আশা, কিছু অন্তত কাজ করবে। কিন্তু সেগুলি যে ফলপ্রসূ হবেই তার কোনও নিশ্চয়তা নেই কারও কাছে।

হু-র এমার্জেন্সি হেড মাইক রায়ান ও টেড্রস দুজনেই ভারত সহ করোনা আক্রান্ত দেশগুলিকে নিরাপত্তা মূলক ব্যবস্থায় কড়াকড়ি করতে বলেছেন, বলেছেন, জীবাণু সংক্রমণ ঠেকাতে দূরত্ব সংক্রান্ত নিয়মকানুন মেনে চলতে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা, হাত পরিষ্কার করা ও করোনা পরীক্ষা করানোর মত নিয়মগুলি কার্যকর করার পরামর্শ দিয়েছেন তাঁরা। মাইক রায়ান বলেছেন, ভারতের করোনা যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। ব্রাজিল ও ভারতের মত যে সব দেশে সংক্রমণের হার বেশি, তাদের দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত। প্রতিজ্ঞা ছাড়া এই লড়াই জেতা কার্যত অসম্ভব।

ভারতে এখন করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লাখের বেশি। গতকাল নতুন করে ৫২,৯৭২ জন সংক্রমিত হয়েছেন, ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৭৭১ জন। সব মিলিয়ে করোনা মৃতের সংখ্যা ৩৮,১৩৫ জন।