প্যারিস: ভাড়া না চোকানোয় প্যারিসের একটি অভিজাত এলাকার ফ্ল্যাট থেকে বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতকে তুলে দেওয়ার নির্দেশ একটি ফরাসি আদালতের।
গত ১৪ ডিসেম্বরের নির্দেশে আদালত মল্লিকা ও তাঁর ফরাসি স্বামী সিরিলে অক্সেনফ্যানসকে বকেয়া ভাড়া ৯৪,০০০ মার্কিন ডলার (৭৮,৭৮৭ ইউরো) চুকিয়ে দিতে বলেন। ভাড়া না চোকালে আসবাবপত্র বাজেয়াপ্ত করারও সবুজসঙ্কেত দেওয়া হয়। ২০১৭-র ১ জানুয়ারি থেকে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতে শুরু করেন মল্লিকা ও তাঁর স্বামী। মাসে ভাড়া ৬,০৫৪ ইউরো। যদিও ওই ফ্ল্যাটের মালিকের অভিযোগ, মল্লিকা ও তাঁর স্বামী নিয়মিত ভাড়া দেননি। শুধুমাত্র একবার ২,৭১৫ ইউরো দিয়েছিলেন।
গত ৪ নভেম্বর প্যারিস আদালতের শুনানিতে মল্লিকাদের আইনজীবী জানান যে, তাঁরা আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। মল্লিকার কাজের অনিয়মিতার প্রসঙ্গও তোলেন তিনি। কিন্তু ফ্ল্যাটের মালিক ওই যুক্তি খারিজ করে দেন। তিনি দাবি করেন, ওই সময় পর্বে মল্লিকা প্রচুর টাকা রোজগার করেছেন।
মল্লিকা ও তাঁর স্বামী উত্খাত নির্দেশিকার বিরুদ্ধে আর্জি দায়ের করতে পারেন। তবে ৩১ মার্চ পর্যন্ত তাঁরা ওই ফ্ল্যাটে থাকতে পারবেন।
প্যারিসের ফ্ল্যাট থেকে মল্লিকা শেরাওয়াতকে তুলে দেওয়ার নির্দেশ আদালতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jan 2018 08:07 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -