নয়াদিল্লি: ওয়েব শোয়ে (web show) আত্মপ্রকাশ (debut) করতে চলেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান (Aryan Khan)। 'স্টারডম' (Stardom) নিয়ে মানুষের মধ্যে উত্তেজনাও নেহাত কম নয়। বাবার মতো অভিনয় নয়, আরিয়ানের হাতেখড়ি হবে পরিচালনা দিয়ে। শোনা যাচ্ছে, নিজের প্রথম কাজ নিয়ে অত্যন্ত পরিশ্রম করছেন তিনি। ওয়েব সিরিজের কাস্টিং থেকে লেখা, সবেতেই বাড়তি নজর দিচ্ছেন তিনি। এবার শোনা যাচ্ছে এই সিরিজে দেখা মিলতে পারে রণবীর কপূরের (Ranbir Kapoor)। রইল বিস্তারিত।
আরিয়ান খানের সিরিজে রণবীর কপূর?
নিজের ডিরেক্টোরিয়াল ডেবিউ যাতে সবদিক থেকে নিখুঁত হয় সেই দিকে বিশেষ নজর দিচ্ছেন আরিয়ান খান। শোনা যাচ্ছে, দর্শকের পছন্দসই এবং বড় সফল প্রজেক্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি। সিরিজের জন্য প্রয়োজনীয় রিসার্চ থেকে এখন মুম্বইয়ে শ্যুটিং শুরু, সবেতেই নিজের সেরাটা দিচ্ছে আরিয়ান।
কিছুদিন আগেই জানা যায় বহু প্রতীক্ষিত এই সিরিজ 'স্টারডম'-এ মূল চরিত্রে দেখা যাবে লক্ষ্য লালওয়ানিকে। এরপরই ছয় পর্বের এই সিরিজ সম্পর্কে এক বিশেষ তথ্য সামনে উঠে আসছে। শোনা যাচ্ছে সিরিজে ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা রণবীর কপূরকে। ইতিমধ্যেই সেই শ্যুটিংও সেরে ফেলেছেন 'রকস্টার', খবর এমনই। ফলে সকলের মধ্যেই উত্তেজনা আরও বাড়ছে। অনুরাগীদের এখন প্রশ্ন একটাই, 'কী বিশাল জিনিস আনতে চলেছেন আরিয়ান খান?'
রণবীর কপূর ও শাহরুখ খানের বন্ধুত্বের কথা সকলেরই জানা। সম্প্রতি রণবীর নাকি হাজির হয়েছিলেন আরিয়ান খানের শ্যুটিং সেটে, কতটা কাজ এগোল তা দেখার জন্য। তখনই নাকি নিজের উৎসাহে সিরিজে একটি ক্যামিও দৃশ্যের শ্যুটিং করেন তিনি। রণবীর কপূর ছাড়াও আরিয়ান খানের এই বহু প্রতীক্ষিত ওটিটি সিরিজে উঠে আসবে হিন্দি সিনেমার ব্যবসার ইতিহাস এবং একাধিক ক্যামিও দেখতে পাওয়া যাবে বলে খবর।
রণবীর কপূর ছাড়াও কর্ণ জোহরও পরিচালক হিসেবে আরিয়ান খানের প্রথম টেলিভিশন সিরিজে গেস্ট অ্যাপিরায়েন্স করেছেন। ছেলের কাজ শুরুর প্রথম দিনেই তাঁকে উৎসাহিত করতে সেটে হাজির হয়েছিলেন শাহরুখ খানও (Shah Rukh Khan)।
আরও পড়ুন: Viral Video: মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড
আরিয়ান যখন নিজের পরিচালনা নিয়ে ব্যস্ত, তখনই তাঁর বোন, সুহানা খান তৈরি অভিনয়ে তাঁর ডেবিউ নিয়ে। জোয়া আখতারের মিউজিক্যাল ছবি 'দ্য আর্চিস' মুক্তির অপেক্ষায়। এই ছবিতে দেখা যাবে অগস্ত্যা নন্দা, বেদাঙ্গ রাইনা, মিহির আহুজা, খুশি কপূরকেও।
এর আগে আরিয়ান খান সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন যে তিনি তাঁর প্রথম প্রজেক্টের লেখার কাজ শেষ করে ফেলেছেন। ২০২৩ সালে শ্যুটিং শুরু হবে বলেও জানান তখনই।