নয়াদিল্লি: তেলুগু ছবিতে ডেবিউ (Telugu Debut) করতে চলেছেন বলিউড অভিনেতা সেফ আলি খান (Saif Ali Khan)। ইতিমধ্যেই গত মঙ্গলবার তিনি শুরু করেছেন 'এনটিআর ৩০'-এর (NTR 30) শ্যুটিং। দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর ও জাহ্নবী কপূরের (Janhvi Kapoor) সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। অ্যাকশন ড্রামা (Action Drama) ঘরানার এই ছবিতে শোনা যাচ্ছে সেফকে খলনায়কের চরিত্রে দেখা যাবে। নিজের চরিত্র প্রসঙ্গে কী বললেন ছোট নবাব?
'এনটিআর ৩০' প্রসঙ্গে সেফ আলি খান
বহু প্রতীক্ষিত তেলুগু ছবি 'এনটিআর ৩০'। কোরাতালা শিবা পরিচালিত এই ছবির হাত ধরে তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখছেন দুই বলিউড তারকা, জাহ্নবী কপূর ও সেফ আলি খান। জুনিয়র এনটিআরের সঙ্গে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রেই দেখা যাবে সেফকে।
সম্প্রতি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সেফ জানান, ছবির পরিচালক কোরাতালা শিবা তাঁকে তিন ঘণ্টা ধরে চিত্রনাট্য শোনান। ছবিতে তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে।
সেফ আলি খান বলেন, 'বেশ দুর্দান্ত চরিত্র এটা এবং আমি এর জন্য কঠিন পরিশ্রম করছি যাতে আমার থেকে যতটা আশা করা হচ্ছে তার থেকে বেশি দিতে পারি। আমার পরিচালক কোরাতালা শিবা একজন আবেগপ্রবণ শিল্পী যাঁর শক্তিটা খুব সংক্রামক এবং দুর্দান্ত দৃষ্টিভঙ্গি। উনি আমাকে তিন ঘণ্টা ধরে গল্প শোনান এবং আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, তখনই মানসিকভাবে জড়িয়ে পড়েছিলাম।'
সহ-অভিনেতা ও দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর কেমন? সেফের কথায়, 'উনি খুবই বন্ধুর মতো, চার্মিং এবং কাজের ব্যাপারে খুবই আবেগপ্রবণ।' প্যান-ইন্ডিয়া এই ছবি তৈরির নেপথ্যের আগ্রহ চেষ্টাকে কুর্ণিশ জানিয়ে সেফের বক্তব্য 'আমরা অঞ্চল ও ভাষার নিরিখে চিন্তা ও কাজ করতে অভ্যস্ত।'
আরও পড়ুন: Bengali Cinema: বড়পর্দায় 'অথৈ', 'কাবুলিওয়ালা', সৃজিত-রাজের পরিচালনায় বছরভর একগুচ্ছ নতুন ছবি
গত মাসে হায়দরাবাদে বিশাল মুহুরত পুজোর পর শ্যুটিং শুরু হয় 'এনটিআর ৩০' ছবির। যুবাসুধা আর্টস প্রযোজিত, এনটিআর আর্টসের ব্যানারের অধীনে নন্দকুমারী কল্যাণ রাম নিবেদিত এই ছবি মুক্তি পাবে দেশজুড়ে, ২০২৪ সালের ৫ এপ্রিল।