নয়াদিল্লি: দীপাবলির (Diwali Release) আবহে বলিউডে (Bollywood) ফের বড় মুক্তি। ১২ নভেম্বর দেশজুড়ে মুক্তি পাচ্ছে সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অভিনীত 'টাইগার ৩' (Tiger 3 Overseas Release)। তবে দেশের বাইরে একদিন আগেই মুক্তি পাচ্ছে এই অ্যাকশন ঘরানার ছবি, কারণ অগ্রিম টিকিট বিক্রির উপর ভিত্তি করে প্রদর্শকদের দাবি এমনই এবং ওই বাজারে কোনও প্রাক-দীপাবলি প্রভাব তো নেই। 


বিদেশে একদিন আগেই আসছে 'টাইগার ৩'


বিদেশের মাটিতে, তা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সমস্ত পাশ্চাত্যের বাজারে, 'টাইগার ৩' মুক্তি পাবে ১১ নভেম্বর ভারতীয় সময় রাত ৯টায়। এশিয়া, প্যাসিফিক এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বাজার চালু হবে ১২ নভেম্বর। এদেশে 'টাইগার ৩' প্রদর্শনী শুরু হবে ১২ নভেম্বর সকাল ৭টা থেকে। ৫ নভেম্বর থেকে শুরু হবে অ্যাডভান্স বুকিং। 


'যশ রাজ ফিল্মস'-এর 'YRF স্পাই ইউনিভার্স'-এর পঞ্চম ছবি হিসেবে আসছে 'টাইগার ৩'। তালিকায় এর আগের চারটি ছবি 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়', 'ওয়ার' ও 'পাঠান'। সলমন খানের বিপরীতে এই ছবিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। খলনায়কের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। মণীশ শর্মা পরিচালিত এই ছবিতে ফের অ্যাকশন অবতারে দেখা যাবে সলমন-ক্যাটরিনাকে। হিন্দির সঙ্গে এই ছবি মুক্তি পাবে তামিল ও তেলুগুতে ডাব করে। 


একটি বিবৃতি প্রকাশ করে তাতে বলা হয়, 'YRF ভারতে 'টাইগার ৩'-এর অগ্রিম বুকিং চালু করবে ৫ নভেম্বর থেকে। সিনেমাটি দীপাবলির ছুটিতে মুক্তি পাচ্ছে তাই সিনেমা হলগুলি তাড়াতাড়ি শো শুরু করার জন্য অনুরোধ করেছে কারণ YRF স্পাই ইউনিভার্সের অনুরাগীরা প্রদর্শকদের কাছে ইতিমধ্যেই অনুরোধ করেছেন স্পয়লার এড়াতে তাঁরা সকালের শো দেখতে চান।'


আরও পড়ুন: Deepika-Ranveer: 'অগর তুম সাথ হো...', মঞ্চে অরিজিৎ সিংহের কণ্ঠে মোহিত রণবীর-দীপিকা, ভাইরাল ভিডিও


এই বিবৃতিতে আরও বলা হয়েছে, 'এই 'টাইগার ৩' দর্শকের জন্য একাধিক প্রিমিয়াম ফর্ম্যাটে দেখার সুযোগ করে দেওয়া হবে যেমন 2D, IMAX 2D, 4DX 2D, PVR P[Xl], DBOX, ICE এবং 4DE মোশন।' বছরের শুরুতে মুক্তি পাওয়া শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'পাঠান' ছবিতে সলমনের ক্যামিও ছিল। তেমনই 'টাইগার ৩' ছবিতেও 'পাঠান' কিং খানকে দেখতে পাওয়া যাবে। এই ছবিতে 'টাইগার' ধারা বজায় রেখে ফের জুটি বাঁধছেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। ইতিমধ্যেই নজর কেড়েছে ট্রেলার। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial