Shah Rukh Khan: 'এই প্রথম, এই শেষ', দুবাইয়ে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে কী নিয়ে এমন বললেন শাহরুখ খান?

Jawan: বৃহস্পতিবার 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর ইউটিউব চ্যানেলে 'জওয়ান' ট্রেলার মুক্তির পর দুবাইয়ের বুর্জ খলিফায় ট্রেলার প্রদর্শিত হয়। হাজির ছিলেন শাহরুখ খান স্বয়ং, সঙ্গী পরিচালক অ্যাটলি।

Continues below advertisement

নয়াদিল্লি: অনুরাগীদের উত্তেজনার পারদ যখন একেবারে তুঙ্গে, তখন, ঠিক ছবি মুক্তির এক সপ্তাহ আগে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে 'জওয়ান' ছবির ট্রেলার (Jawan Trailer Out)। 'প্রিভিউ'তে (Prevue) যে ঝলক মেলে তাই খানিক বিস্তারে দেখা গেল ট্রেলারে, অর্থাৎ নজরে পড়ল শাহরুখের (Shah Rukh Khan) একাধিক লুক। তার মধ্যে যেটা সবচেয়ে বেশি চর্চায়, তাঁর মুণ্ডিত মস্তক, ন্যাড়া মাথা (Bald Look)। আর তাঁর এই বিশেষ 'অদেখা' লুক নিয়ে কী বললেন কিং খান?

Continues below advertisement

'জওয়ান'-এই শুরু ও শেষ, মুণ্ডিত মস্তক নিয়ে কী বললেন শাহরুখ খান?

বৃহস্পতিবার 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর ইউটিউব চ্যানেলে 'জওয়ান' ট্রেলার মুক্তির পর দুবাইয়ের বুর্জ খলিফায় ট্রেলার প্রদর্শিত হয়। হাজির ছিলেন শাহরুখ খান স্বয়ং, সঙ্গী পরিচালক অ্যাটলি। এদিন নিজের একাধিক অবতার সম্পর্কেও কথা বলেন কিং খান। প্রসঙ্গ ওঠে ছবিতে তাঁর 'ন্যাড়া মাথা'র লুক নিয়েও। 

'জওয়ান' ছবির প্রয়োজনে তিনি মাথার চুল পুরোপুরি কামিয়ে ফেলেন, সেই প্রসঙ্গে এদিন বলেন, 'এবার তো আপনাদের জন্য আমি ন্যাড়াও হয়ে গেলাম তো সেটার সম্মান রাখতেই না হয় গিয়ে দেখে আসবেন।' 

একইসঙ্গে তিনি এও জানান যে এই একবারই যথেষ্ট, আর তিনি ন্যাড়া হবেন না কখনও। ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওয় শোনা যাচ্ছে শাহরুখ খান বলছেন, 'এই ছবিতে প্রত্যেকের জন্যই কিছু না কিছু আছে। সব রয়েছে এই সিনেমায়, তাই তো আমাকে ৬ থেকে ৭টা সাজ করতে হয়েছে ছবির জন্য। এবং ছবিতে আমি ন্যাড়াও হয়েছি এবং সেটা আমি জীবনে আর কখনও হচ্ছি না। এটাই প্রথম এবং এটাই শেষবার।'

 

আরও পড়ুন: Telly Masala: স্বপ্নপূরণের গল্প নিয়ে আসছে 'তোমাদের রাণী', ক্রমেই বাড়ছে আলো ও অভির মধ্যে দূরত্ব, একঝলকে টেলি মশালা

এদিন শাহরুখ খান তাঁর অভিনীত, অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির প্রসঙ্গে বলেন, যে ছবির মূল বার্তা 'নারীর ক্ষমতায়ন'। তিনি বলেন, 'আমাদের এই বিশ্বের সবচেয়ে বড় শক্তিকে ক্ষমতায়ন করতে হবে, যা নারী, তাই আমাদের তাদের ক্ষমতায়ন করতে হবে। সুতরাং, এই সিনেমাটি তাদের সম্পর্কে বটেই, তবে এখানে প্রচুর ভালবাসা, সুখ, অ্যাকশন, নাটক, আবেগ, সবকিছুই থাকবে।' এদিন 'জিন্দা বন্দা' গানেও নাচ করেন অভিনেতা। ৭ সেপ্টেম্বর এই ছবি, দেশে ও বিদেশের প্রেক্ষাগৃহে, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাচ্ছে। এই ছবির হাত ধরে বলিউডে পা রাখছেন 'লেডি সুপারস্টার' নয়নতারা। প্রথমবার বড়পর্দায় কিং খান ও নয়নতারা জুটিকে দেখতেও উৎসুক অনুরগীরা। ছবিতে খলনায়কের চরিত্রে রয়েছেন বিজয় সেতুপতি। এছাড়া সানিয়া মলহোত্র, ঋধি ডোগরা, প্রিয়মণিকে দেখা যাবে ছবিতে। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Continues below advertisement
Sponsored Links by Taboola