নয়াদিল্লি: জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করতে চলেছেন সানি দেওলের (Sunny Deol) ছেলে কর্ণ দেওল (Karan Deol)। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। এক বিনোদন সংবাদ সংস্থা সূত্রে খবর, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু মহলের উপস্থিতিতে হবে বিয়ে।
গাঁটছড়া বাঁধতে চলেছেন সানি-পুত্র কর্ণ
খুব শীঘ্রই চার হাত এক হতে চলেছে। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউড তারকা সানি দেওলের ছেলে অভিনেতা কর্ণ দেওল। ২০১৯ সালে অভিনয় জগতে পা রাখেন তিনি। কর্ণের প্রথম ছবি সানি দেওলের পরিচালনায় 'পল পল দিল কে পাস'। সূত্রের খবর, কর্ণের হবু স্ত্রী ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। প্রসঙ্গত, কয়েক মাস আগেই বাগদান সারেন কর্ণ। শোনা যাচ্ছে তিনি বিয়ে সারবেন জুন মাসে।
বিয়ের প্রস্তুতি সম্পর্কে এক ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, 'হবু কনে সম্পর্কে যদিও বিশেষ কোনও তথ্য কারও কাছেই নেই, তবে বেশ অনেকটা সময় ধরেই কর্ণ তাঁর সঙ্গে সম্পর্কে রয়েছেন। এখন তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি ধর্মেন্দ্র ও প্রকাশ কৌরের বিবাহবার্ষিকীর দিন, তাঁদের বাগদান সম্পন্ন হয়। দুই পরিবারই বিয়ে নিয়ে অত্যন্ত উত্তেজিত। খুবই ঘনিষ্ঠ অনুষ্ঠান হবে এটি, উপস্থিত থাকবেন কাছের বন্ধুরা ও পরিবারের লোকজন। প্রস্তুতি নেওয়াও শুরু হয়ে গিয়েছে।'
বিনোদন দুনিয়ার খবর যাঁরা রাখেন, তাঁরা প্রায় সকলেই জানেন যে কর্ণ ও সানির সম্পর্ক অত্যন্ত নিবিড়। গত বছর, ছেলের জন্মদিনে, সানি দেওল এক আবেগঘন পোস্ট লেখেন। নোটে লেখা ছিল, 'একজন পরিচালক হিসেবে তোমার সীমার বাইরে তোমাকে ঠেলেছি, এবং তোমাকে দিয়ে সবকিছু করিয়েছি। তুমি হিমালয়ের উচ্চ শৃঙ্গ থেকে লাফিয়ে নেমেছ, বরফ হ্রদে ঝাঁপ দিয়েছ, গ্রেড 6 খরস্রোতা জলের স্রোতে সাঁতার কেটেছ, পাথরের মধ্যে আটকে পড়েছ, আঘাত পেয়েছ, কিন্তু দ্বিতীয় কোনও চিন্তা ছাড়াই যা বলেছি তা করে গেছ... শুধুমাত্র তুমি আমাকে বিশ্বাস করো, তাই।'
আরও পড়ুন: Mobile Phone: বিছানায় ফোন রেখে ঘুম মৃত্যু ডেকে আনার সমান! আশঙ্কা প্রকাশ গবেষকদের
তিনি আরও লেখেন, 'যখন তোমাকে দিয়ে এসব করাচ্ছিলাম, বাবা হিসেবে আমার হৃদয় হাতে করে রেখেছিলাম, কিন্তু পরিচালক হিসেবে তোমার প্রতি আমার শ্রদ্ধা পর্বতচূড়ায় পৌঁছেছিল! তুমি শর্টকাট নাও না আর সেই কারণেই তুমি জীবনে সাফল্য পাবে। আমি জানি অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, চালিয়ে যাও, গুরুজনেদের শ্রদ্ধা করো, সদয় থাকো এবং যা সঠিক তার পক্ষে দাঁড়াও! শুভ জন্মদিন।'
কাজের ক্ষেত্রে, কর্ণ দেওলকে এরপর দেখা যাবে 'অপনে ২' ছবিতে, সঙ্গে অবশ্যই থাকেবন ধর্মেন্দ্র, সানি দেওল ও ববি দেওল।