কলকাতা: কাজল রুপোলি পর্দায় রোম্যান্টিক, ঘনিষ্ঠ দৃশ্য়ে অভিনয় কিছু কম করেননি। দর্শকদের মন কেড়ে নিয়েছে সেই সমস্ত দৃশ্য। তবে পর্দায় যা দেখা যায়, তা কতটা সত্যি? সামনেই মুক্তি পাবে কাজলের নতুন ছবি 'লাস্ট স্টোরিজ ২' (Lust Stories 2)। আর সেই ছবির জন্য দেওয়া সাক্ষাৎকারেই সদ্য রুপোলি পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়ে মুখ খোলেন কাজল। 


একটি সাক্ষাৎকারে নিজের একটি অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। 'ইয়ে দিললাগি' (Ye Dillagi) ছবির 'হোঁঠো পে বাস তে রা নাম হ্যায়' (Hothon Pe Bas Tera Naam Hai) গানটির কোরিওগ্রাফার ছিলেন কিংবদন্তি সরোজ খান (Saroj Khan)। আর সেই ছবির গান অনুযায়ী, সইফ আলি খান (Saif Ali Khan) ও কাজলের ঘনিষ্ঠ দৃশ্য ছিল বেশ কিছু। কিন্তু সেই দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি বারে বারে হেসে ফেলছিলেন সইফ ও কাজল। অভিনেত্রীর কথায়, তিনি নাচের দৃশ্যে অভিনয় করে দিকে পারেন, কিন্তু রোম্যান্টিক দৃশ্য বুঝতে পারেন না অনেক সময়েই। আর তাই, সরোজ খানের কথা শুনে অভিনয় করতে গিয়ে বারে বারে হেসে ফেলছিলেন নায়ক নায়িকা। শেষে নাকি রেগে গিয়ে কার্যত তাঁদের মারতে গিয়েছিলেন সরোজ খান। রেগে গিয়ে বলেছিলেন, 'তোমরা ভীষণ বদমাইশি করছো, কিছুতেই দৃশ্যটায় মন দিয়ে অভিনয়টা করছো না।'


অন্যদিকে, সদ্য মুক্তি পেয়েছে কাজলের নতুন ছবির ট্রেলার। তমন্না ভাটিয়া (Tamannah Bhatia), কাজল (Kajol), বিজয় বর্মা (Vajay Varma), নীনা গুপ্তা (Neena Gupta), ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur), অঙ্গদ বেদি (Angad Bedi) এই ছবির ট্রেলারের জন্য মুখিয়ে ছিলেন দর্শকেরা। সদ্য মুক্তি পাওয়া ট্রেলারে দেখা মিলল মজার মোড়কে বাস্তবের গল্প। প্রেম, সম্পর্ক, চাহিদা ও সমাজের চিরাচরিত ধ্যানধারণাকে এক মজার মোড়কে তুলে ধরতে চলেছে এই ছবি। ২৯ তারিখ ওয়েব প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix)-এ মুক্তি পেতে চলেছে এই ছবি।


 






 


আরও পড়ুন: International Yoga Day: সুস্থ থাকবে হৃদযন্ত্র, রুখবে ক্যানসার-ঝুঁকি! যোগের উপকার বোঝালেন ডাক্তাররা


আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি