কলকাতা: তাঁদের বন্ধুত্ব বলিউডের অন্যতম চর্চিত, হয়তো কিছুটা ঈর্ষণীয়ও। পর্দায় যেমন তাঁদের জুটি ম্যাজিক দেখায়, তেমনই ব্যক্তিগত জীবনেও তাঁদের মধ্যে অসম্ভব ভাল বোঝাপড়া। পর্দার বাইরেও তাঁরা একে অপরকে ভীষণ ভালভাবে চেনেন, বোঝেন। দুজনে জানেন একে অপরের অনেক অভ্যাস, অনুভূতিও। শাহরুখ খান (Shah Rukh Khan) ও কাজল (Kajol)। 


সম্প্রতি, একটি সাক্ষাৎকারে, শাহরুখকে নিয়ে একটি অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন কাজল। শাহরুখ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'শাহরুখ খুব সীমিত সংখ্যক মানুষদের মধ্যে একজন যে অনেকটা আগে থেকেই বুঝেছিলেন পর্দায় তিনি কী প্রভাব বিস্তার করতে পারেন, কীভাবে মানুষ তাকে দেখতে চায় আর ভবিষ্যতে সে কী হতে পারে? ঠিক এই সমস্তদিক মাথায় রেখেই নিজের জীবনধারা নির্বাচন করত শাহরুখ।'


নিজের একটি অভিজ্ঞতার কথাও ভাগ করে নিয়েছেন কাজল। তিনি বলছেন, 'একবার, শাহরুখের জন্মদিনের আগে আমি বলেছিলাম, ওর বাড়িতে যাব ওর সঙ্গে দেখা করতে। শাহরুখ উত্তর দিয়েছিল, 'অবশ্যই, যে কোনওদিন এসো, কিন্তু জন্মদিনে নয়। আমার মনে হয় জন্মদিনটা আমার বাড়িতে আসার জন্য সঠিক সময় নয়।' আমি প্রশ্ন করেছিলাম, 'কেন?' উত্তরে শাহরুখ বলেছিল, 'ওইদিনটা আমায় বাইরে বেরোতে হয়, বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করতে হয়, অনেক সাক্ষাৎকার থাকে। দিনের শেষে... আমার জন্মদিনটা আর আমার থাকে না। ওই দিনটা সেই সমস্ত মানুষের জন্য হয়ে যায়, যারা আমায় ভালবাসেন। যাদের জন্য আমি আজ এই জায়গায় এসেছি।'


কাজলের মতে, শাহরুখকে শুধু শুধু বাদশা বলা হয় না, তিনি কাজেও বাদশাই। প্রত্যেক বছর জন্মদিনে মন্নতের ব্যালকনি থেকে অনুরাগীদের সঙ্গে দেখা করেন শাহরুখ। এই নিয়মের ব্যতিক্রম হয় না।


কাজের ক্ষেত্রে, সামনেই মুক্তি পাবে কাজলেন নতুন ছবি দ্য ট্রায়াল (The Trial)। ১৪ জুলাই থেকে ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar)-এ মুক্তি পাবে এই সিরিজ। কাজলকে দেখা যাবে একজন আইনজীবীর ভূমিকায়, তাঁর চরিত্রের নাম নয়নিকা। এই সিরিজে কাজলের স্বামীর চরিত্রে দেখা যাবে যীশুকে, তাঁর চরিত্রের নাম রাজীব। ট্রেলারের শুরুতে দেখানো হয়, অ্যাডিশনাল বিচারক রাজীব সেনগুপ্তকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ঘুষ হিসেবে শারীরিক সম্পর্কে জড়িত হয়েছেন একাধিক নারীর সঙ্গে। এই অভিযোগে, বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তাঁকে। আর তারপরেই কাজলের পরিবারে নেমে আসে অন্য়রকম পরিস্থিতি। 


জেল হেফাজত হয় যীশুর, অন্যদিকে কাজল খুঁজে নেয় এক অন্য জীবন। আইনজীবী হিসেবে যোগদান করেন তিনি। কিন্তু তারপরে অন্যধারায় বইতে থাকে তাঁর জীবন। কিছু বন্ধু, কিছু শত্রু... কে সত্যি বলছে, কে মিথ্যে.. সেই ধারায়, ওঠাপড়ার মধ্যেদিয়েই এগোতে থাকে তাঁর জীবন। হঠাৎ জেল হেফাজত থেকে স্বামী রাজীব নয়নিকাকে ফোন করে আবেদন করে তাঁর হয়ে লড়াই করার জন্য। তারপর? উত্তর মিলবে 'দ্য ট্রায়াল' সিরিজে। 


আরও পড়ুন: International Yoga Day: সুস্থ থাকবে হৃদযন্ত্র, রুখবে ক্যানসার-ঝুঁকি! যোগের উপকার বোঝালেন ডাক্তাররা


আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি